বাংলা নিউজ > বায়োস্কোপ > হায়দরাবাদে শ্যুটিং হবে প্রভাস-সইফের 'আদিপুরুষ' ছবির বাকি অংশ ?

হায়দরাবাদে শ্যুটিং হবে প্রভাস-সইফের 'আদিপুরুষ' ছবির বাকি অংশ ?

'আদিপুরুষ'-এ মুখ্যচরিত্রে দেখা যাবে প্রভাস এবং সইফ আলি খান-কে। ছবি সৌজন্যে -ট্যুইটার

করোনা পরিস্থিতির জন্য লকডাউন ঘোষণা হয়েছে মুম্বইয়ে। থেমে গেছে সমস্ত ছবির শ্যুটিং। তাই সম্ভবত এবার প্রভাস-সইফের পরবর্তী ছবি 'আদিপুরুষ' এর বাকি অংশের শ্যুটিং সারা হবে হায়দরাবাদে।

প্রথম থেকেই স্পটলাইটে রয়েছে পরিচালক ওম রাউতের পরবর্তী ছবি 'আদিপুরুষ'।একে রামায়ণের গল্প ঘিরে লেখা হয়েছে ছবির গল্প ও চিত্রনাট্য,তার ওপর মুখ্যচরিত্রে দেখা যাবে প্রভাস এবং সইফ আলি খান-কে।রয়েছেন কৃতি শ্যানন-ও। ছবি ঘিরে বিতর্ক ও উত্তেজনার শুরু প্রায় ছবি ঘোষণার পর থেকেই। প্রবল নিরাপত্তার ঘোরটোপে শুরু হয়েছিল 'আদিপুরুষ' এর শ্যুটিং। ইতিমধ্যেই মুম্বইতে প্রথম দফায় সারা হয়েছে ৬০দিনের শ্যুটিং শিডিউল।গত মার্চে শেষ হওয়া সেই শ্যুটিংয়ের পর বর্তমানে শুরু হওয়ার কথা ছিল পরবর্তী দফার শ্যুটিংয়ের। তবে করোনা পরিস্থিতির দরুণ মুম্বইতে লকডাউন ঘোষণার ফলে আপাতত সেই পরিকল্পনা বিশ বাওঁ জলে। এখনও বাকি রয়েছে ছবির ৯০দিনের শ্যুটিং। গত কয়েকদিন ধরেই টিনসেল টাউনে জোর গুঞ্জন চলছিল যে ছবির নির্মাতারা হয়তো দেশের অন্য রাজ্যে গিয়ে এই ছবির শ্যুটিং শুরু করতে পারেন। এবার শোনা গেল আগামী কয়েকদিনের মধ্যেই 'আদিপুরুষ' এর গোটা ইউনিট নাকি হায়দরাবাদ উড়ে যাচ্ছে। সেখানেই নাকি করোনা সতর্কবিধি কড়াভাবে মেনে ছবির বেশিরভাগ 'ইন্ডোর' অংশের শ্যুটিং সারা হবে হায়দরাবাদের ফিল্ম সিটিতে। ছবির শ্যুটিং ইউনিটের তরফে হায়দরাবাদে শ্যুট করার পরিকল্পনার কথা এখনও পর্যন্ত স্বীকার করা না হলেও ছবি নির্মাতা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন যে তাঁরা এইমুহূর্তে একটি তুলনামূলক নিরাপদ জায়গার সন্ধানে রয়েছেন যেখানে 'আদিপুরুষ' এর বাকি অংশের শ্যুটিং সারা যাবে।

'আদিপুরুষ'-এ 'রাম' এর চরিত্রে পর্দায় হাজির হবেন প্রভাস। ছবি সৌজন্যে - ট্যুইটার
'আদিপুরুষ'-এ 'রাম' এর চরিত্রে পর্দায় হাজির হবেন প্রভাস। ছবি সৌজন্যে - ট্যুইটার

 প্রসঙ্গত,এই ছবির প্রায় সত্তরভাগ অংশই শুট হবে বিভিন্ন স্টুডিওর অন্দরেই যেহেতু ছবিতে ভরা থাকবে ভূরি ভূরি ভিএফএক্স-এর কারসাজি। তবে এই ভিজ্যুয়াল এফেক্টস যে আন্তর্জাতিক মানের হতে চলেছে সেই বিষয়ে আগেই জানিয়েছিলেন ছবির পরিচালক। 'আদিপুরুষ' এর বাজেটও অবশ্য সেই কথারই ইঙ্গিত দেয়। উল্লেখ্য,'আদিপুরুষ'-এ 'রাম' ও 'সীতা'-র চরিত্রে যথাক্রমে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। অন্যদিকে' রাজা লঙ্কেশ'-এর ভূমিকায় পর্দায় হাজির হবেন সইফ।

বায়োস্কোপ খবর

Latest News

মস্কোয় সন্ত্রাসী হামলার পর এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.