বাংলা টেলিভিশনের অন্যতম সুন্দরী মা অদিতি চট্টোপাধ্যায়। এই মুহূর্তে জি বাংলার একদম নতুন মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’র হিরোর মায়ের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। অনিকেতের মা, অপরাজিতার চরিত্রে ফের নজরকাড়া অদিতি। সিরিয়ালের প্রচারেই সম্প্রতি ‘দাদাগিরি’র সেটে হাজির হয়েছিলেন অদিতি। সেখানেই দাদার প্রতি ভালোলাগা জাহির করলেন অভিনেত্রী। আরও পড়ুন-‘দূরে গাছের তলায় দাঁড়িয়ে থাকব..’, সানাকে কলেজে ছাড়তে গিয়ে গোপন ডেটের অনুভূতি! বেফাঁস সৌরভ
শো-এর মাঝেই অদিতির অকপট স্বীকারোক্তি- ‘আপনাকে তো অসম্ভব সুন্দর লাগেই। সব সময়ই লাগে। তবে এবার এসে আরও আরও সুন্দর লাগছে। একটা ভীষণ… কী বলতে পারব না। ইউ আর লুকিং গ্রেট… জাস্ট অসাধারণ লাগছে’। সুন্দরী অভিনেত্রীর কাছে এহেন প্রশংসা বাক্য শুনে লাজে রাঙা সৌরভ। মুচকি হেসে বললেন-'ধন্যবাদ ম্যাম, এই জন্যই দাদাগিরিতে আসা। আমাকে সবসময় আপগ্রেড থাকতে সাহায্য করে।'
এরপরেও থামেননি অদিতি। বলেন,'আপনার বয়সটা কিন্তু ক্রমশ কমছে'। পালটা সৌরভ জানান, 'ভালো তো! উপরে না গিয়ে নীচের দিকে… কারণ আমাকে আপনাদের সকলের সঙ্গে কম্পিট করতে হয়'।
সোশ্যালে তুমুল ভাইরাল অনুষ্ঠানের এই অংশের ক্লিপিংস। এক নেটিজেন অদিতিকে সতর্ক করে লেখেন, ‘ডোনা বৌদি আপনাকে মারবে তো! তবে সত্যি দাদা সুপুরুষ বটে’।
এদিন দাদাকে সিরিয়ালে নিজের চরিত্র সম্পর্কেও জানান অদিতি। বলেন, পরিবারের কর্ত্রী হিসাবে সকলকে বেঁধে রাখে অপরাজিতা। তবে ছেলের সঙ্গে তাঁর দূরত্ব রয়েছে, তার কারণ অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। অন্যদিকে সুইমিং করতে গিয়ে অভিনয়ে আসা সে কথা এদিন ফাঁস করলেন অদিতি চট্টোপাধ্য়ায়। তাঁর কথায়, 'সাঁতার কাটতাম ছোট থেকে, ওয়াটার ব্যালে করতাম। অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী ছিলেন, এখন আর নেই মীনাক্ষী আন্টি। উনি আমাদের ওয়াটার ব্যালের কোরিওগ্রাফি করতেন। আমাকে দেখে উনি মায়ের সঙ্গে কথা বলেন। একটা সিরিয়ালে নায়িকার ছোটবেলার চরিত্রটা আমাকে করতে বলেছিলেন। তখন আমি ক্লাস ফাইভ। সেইসময় ওই সামার ভ্যাকেশনে বাবা-মা অভিনয় করতে দিতেন। তারপর ধীরে ধীরে…'।
কোন গোপনে মন ভেসেছে মেগায় লিড রোলে অভিনয় করছেন রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্য। গ্রাম থেকে শহরে এসে সর্বস্ব হারাবে ‘শ্যামলী’ শ্বেতা, এরপর তাঁর একমাত্র সহায় হয়ে ওঠবে অনিকেত (রণজয়) ও তাঁর পরিবার। সোহাগ জলের পর এই মেগার সঙ্গেই টেলিভিশনের পর্দায় ফিরলেন শ্বেতা, অন্যদিকে গুড্ডির পর শ্বেতার সঙ্গে জুটি বেঁধে জি বাংলার পর্দায় নয়া ইনিংস রণজয়ের।