দিয়া মির্জা, লারা দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়াদের যখন নানা মিস ইন্ডিয়া -সহ নানা খেতাব জেতার পর একাধিক দামি দামি পুরস্কারে ভরে দেওয়া হচ্ছিল, তখন মিসেস ইন্ডিয়া হওয়ার পরও অদিতি গোবিত্রিকরের ঝুলি ছিল শূন্য। মডেল তথা প্রাক্তন মিসেস ইন্ডিয়া অদিতি গোবিত্রিকর সম্প্রতি এই বিষয় নিয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন।
ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে বিনোদন জগতে আসা থেকে মিসেস ইন্ডিয়া হওয়া সব অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন তিনি। ইন্ড্রাস্ট্রিতে দিয়া মির্জা, লারা দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথাও ভাগ করে নিয়েছে অভিনেত্রী।
অদিতি মডেলিংয়ে হাত ধরে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ওই বছরই ২০০০ সালে মিসেস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন। প্রিয়াঙ্কা, লারা এবং দিয়ারাও তখন অংশগ্রহণ করেছিলেন নানা প্রতিযোগিতায়, পাশাপাশি জয়লাভও করেছিলেন তাঁরা। অদিতিও জিতে ছিলেন মিসেস ইন্ডিয়া খেতাব, পাশাপাশি শুরু করেছিলেন অভিনয়ও। তবে কেবল অভিনয় নয়, অদিতি তার পাশপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গিয়েছেন, করেছেন পিএইচডিও।
তার মডেলিংয়ের সময়ের কথা মনে করে, অদিতি জানিয়েছেন যে, কীভাবে তিনি, প্রিয়াঙ্কা, লারা এবং দিয়া মডেলিং জগতে একসঙ্গে তাঁদের পথ চলা শুরু করেছিলেন। পরে একই বছরে তাঁরা প্রত্যেকেই নিজের নিজের জায়গা তৈরি করেন। জেতেন নানা খেতাবও। তাঁরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তাঁদের জয় উদযাপন করেন, কিন্তু এত সব কিছুর পরও তাঁদের মধ্যকার সম্পর্ক অটুট।
অদিতি জানান যে, যখন প্রিয়াঙ্কা, লারা এবং দিয়া বাড়ি, গাড়ির মতো দামি দামি সব পুরষ্কার পেয়েছিলেন, তখন তিনি মিসেস ইন্ডিয়া হিসাবে শুধুমাত্র একটি ফুলের তোড়া পেয়েছিলেন। মজার ছলে তিনি বলেছিলেন যে, তিনি তাঁদের পুরস্কারের জন্য ঈর্ষান্বিত বোধ করেছেন। লারা, তাঁর রসিকতার জন্যও পরিচিত, মজা করে তিনি গম্ভীর সময়েও সকলকে হাসিয়ে দিতেন।
আরও পড়ুন: স্ত্রী-র সাফল্য, জুহুতে জমকালো অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিলেন শ্রদ্ধা! ভাড়া শুনলে চোখ কপালে উঠবে
প্রসঙ্গত, অভিনেত্রী অদিতি গোবিত্রিকর সম্প্রতি একটি ছবি থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন। দক্ষিণ আফ্রিকায় ওই ছবি কিছু দৃশ্যের শুটিংয়ের কথাও তিনি ভাগ করে নিয়েছেন বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে, অভিনেত্রী ছবি থেকে বাদ পড়ার জন্য হতাশাও প্রকাশ করেছেন। তবে এর পিছনের কারণগুলি প্রকাশ করেননি অভিনেত্রী, সেগুলি গোপনই রেখে ছিলেন।
কাজের সূত্রে, অদিতি ‘মিসম্যাচ’ সিজন ৩- এ ঋষির মা কল্পনা সিং- এর ভূমিকায় ফিরতে চলেছেন৷ সিরিজটিতে ঋষি চরিত্রে রোহিত সরফ এবং প্রধান ভূমিকায় ডিম্পল চরিত্রে অভিনয় করেছেন প্রাজক্তা কোহলি৷ নতুন সিজনটি চলতি বছরের ১৩ ডিসেম্বর প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।