অদিতি রাও হায়দারিএবং সিদ্ধার্থ বর্তমানে ইতালিতে ছুটি কাটাচ্ছেন। চলতি বছরের মার্চেই বাগদান সেরেছেন এই জুটি। ইতালির টাস্কানের সূর্যতে ভিজিয়ে নিয়েছেন নিজেদের। তাঁরা দুজনেই ইনস্টাগ্রামে তাঁদের এই নতুন ট্রিপের ঝলক শেয়ার করেছেন।
পোস্টে যা লিখেছেন অদিতি-সিদ্ধার্থ
ছবির ক্যাপশনে দম্পতি লিখেছেন,‘Grateful and (love emoji) #underthetuscansun।’বেশিরভাগ ছবিতেই অদিতি এবং সিদ্ধার্থ একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্য, মুখে হাসি। একটি ছবিতে দেখা যাচ্ছে, ভেজা ঘাসের উপর বসে আছেন অদিতি। এই সুন্দর ছবি ক্যাপচার করতে ফটোগ্রাফার সিদ্ধার্থও দেরি করেননি।
টাস্কানের অপরূপ সুন্দর চারপাশের ছবি ও ভিডিয়ো সিদ্ধার্থ। ক্যাপশন দিয়েছেন,‘টাস্কান তুমি অপরূপ সুন্দর। #UndertheTuscanSun. যেন সব স্বপ্ন সত্যি হল। কখনও কখনও মনে হয় আমি ইতালিতে অ্যাস্টেরিক্স এবং ওবেলিক্স অ্যাডভেঞ্চারে আছি। ধন্যবাদ@aditiraohydari, যার জন্য আমি ফ্লাইট মিস করিনি’
সিদ্ধার্থ ও অদিতির প্রেমের গল্প
অদিতি এবং সিদ্ধার্থের প্রথম দেখা হয় অজয় ভূপতির ২০২১ সালের তেলেগু ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে। সহ অভিনেতা ছিলেন শরবানন্দ। ছবিটি দর্শকের তরফ থেকে ভাল প্রতিক্রিয়া পায়। এই থেকেই তাঁদের রোম্যান্সের পথ প্রশস্ত হয়। শুরুতে দম্পতি তাঁদের সম্পর্ককে গোপন রেখেছিলেন, তবে এখন প্রায়শই একসঙ্গে দেখা যায়। এমনকি তাঁরা দুজনে মিলে একটি ইনস্টাগ্রাম রিলও তৈরি করে। ২০২৩ সালে তামিল ফিল্ম‘এনিমি’ থেকে ‘টাম টাম’ গানে নাচে তাঁরা, আর তারপরই গুজব উস্কে যায় ক্রমশ।
আরও পড়ুন: (অপেক্ষার অবসান! আসতে চলেছে হীরামান্ডি ২, নেটফ্লিক্সের তরফে মিলল সিলমোহর)
অদিতি এবং সিদ্ধার্থ গত বছর বিক্রমাদিত্য মোতওয়ানের সিরিজ ‘জুবিলি’-এর স্ক্রিনিংয়ে তাঁদের রেড কার্পেটে আত্মপ্রকাশ করেন। বিয়ের গুঞ্জনের মধ্যেই আচমকা তাঁরা জানায় যে এই বছরের শুরুতে তাঁরা বাগদান করেছেন। একটি অনুষ্ঠানে এ সম্পর্কে কথা বলতে গিয়ে সিদ্ধার্থ বলেন, ‘অনেকেই আমাকে বলেছে যে আমরা গোপনে এটি (বাগদান) করেছি। পরিবারের সঙ্গে গোপনে কিছু করার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। আমরা যাদের আমন্ত্রণ জানাইনি তাঁরা মনে করেন এটি একটি গোপন, কিন্তু যারা সেখানে ছিলেন তারা জানেন যে এটি ব্যক্তিগত ছিল।’
আরও পড়ুন: (সন্তানপ্রসবের যন্ত্রণায় কাতর নাতাশা, যে কোনও মুহূর্তে ভূমিষ্ট হবে বরুণদের প্রথম সন্তান)
অদিতি সম্প্রতি সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডিতে ‘বিব্বোজান’ চরিত্রে অভিনয় করে ভালোবাসা পেয়েছেন প্রভূত।অপরদিকে সিদ্ধার্থকে শীঘ্রই কমল হাসান-অভিনীত ‘ইন্ডিয়ান-২’-এ দেখা যাবে।