বাংলা নিউজ > বায়োস্কোপ > Aditi-Siddharth Wedding Photo: ভালোবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে

Aditi-Siddharth Wedding Photo: ভালোবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে

বিয়ের পিঁড়িতে অদিতি ও সিদ্ধার্থ।

অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ বিয়ের ছবি দিয়ে চমকে দিলেন সকলকে। সাদামাটা ভাবেই বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। 

সেলেবদের বিয়ে করা মানেই,কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যায় মিডিয়ার উচ্ছ্বাস। কড়া নিরাপত্তা মোতায়েন করা থাকে, আজকাল তাতে যোগ হয়েছে 'নো-ফটো' পলিসি। আর সবশেষে তারকা দম্পতিরা বিয়ের ভেন্যুর বাইরে অপেক্ষা করা পাপারাজ্জিদের সঙ্গে সাক্ষাৎ করেন, ছবি দেন। 

তবে অদিতি রাও হায়দারি একেবারে চমকে দিলেন সকলকে। ইনস্টাগ্রাম থেকে জানা গেল, দুজনে বিয়ে করে নিয়েছেন। যা রীতিমতো উপভোগ করেছেন নেট-নাগরিকরা। শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁরা নব দম্পতিকে। 

অদিতি এবং সিদ্ধার্থের বিয়ের যে বিষয়টা আলাদা করে নজর কাড়ল, তা হল সাদামাটা আয়োজন। একেবারে ঘরোয়া ভাবে সম্পন্ন হল বিয়ে। এসেছিলেন নিকট আত্মীয়রা। মুখের অনাবিল হাসি প্রমাণ করেছেন, প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন তাঁরা। 

অদিতি বিয়ের জন্য বেছে নেন বেইজ-গোল্ডেন শাড়ি। আর সঙ্গে কুন্দনের গয়না। সুদর্শন বর একটি সাদা কুর্তা পায়জামা পরেছেন।

বিয়ের এই শ্বাসরুদ্ধকর সুন্দর ছবিগুলির সঙ্গে অদিতি বার্তা দেন, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারা…অনন্তকালের জন্য পিক্সি সোলমেট হলাম... এভাবেই সারাক্ষণ হাসব আমরা… কখনো বড় হব না… অনন্ত প্রেম, আলো ও জাদু… মিসেস ও মিস্টার আদু-সিধু।’

অনন্যা পান্ডে লিখেছেন, ‘এত সুন্দর! অভিনন্দন’। অন্য দিকে সায়নী গুপ্ত উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘সুন্দর! অভিনন্দন লাভবার্ডস’। অভিনেতা আথিয়া শেঠি এবং ভূমি পেডনেকর নবদম্পতিকে অভিনন্দন জানানোর সময় একগুচ্ছ ইমোজি দিয়েছেন। হীরামন্ডির সহ-অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রথম মন্তব্য করেছিলেন, ‘অভিনন্দন বাচ্চাদের (লাল হৃদয়ের ইমোজি)’। তাদের সহ-অভিনেত্রী মনীষা কৈরালা লিখেছেন, ‘অভিনন্দন ডার্লিং... আপনাদের জন্য ভালোবাসার সুর!!’

শোভিতা ধুলীপাল লিখেছেন, ‘অনন্ত প্রেম… তোমরা দুজনে, এত সুন্দর, এত নির্মল!’ জেনেলিয়া ডি'সুজা লেখেন, ‘অভিনন্দন প্রিয় অদিতি ও সিদ্ধার্থ... তোমাদের জন্য খুব খুশি’। গায়ক সোফি চৌধুরী মন্তব্য করেছেন, ‘এত সুন্দর!! তোমাদের অনেক ভালোবাসা পাঠাচ্ছি!! অভিনন্দন।’

এর আগে সত্যদীপ মিশ্রের (বর্তমানে যিনি মাসাবা গুপ্তার বর) সঙ্গে বিয়ে করেছিলেন অদিতি। তবে সেই খবর লুকনোই ছিল মিডিয়ার থেকে। তবে ২০০৪ সালে ও ২০০৯ সালে রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ২০০২ সালে বিয়ে হয় তাঁর ও সত্যদীপের। ২০১৩ সালে অদিতি জানান, তিনি ও সত্যদীপ আলাদা হয়ে গিয়েছেন। মাত্র ১৭ বছর বয়সে তাঁদের আলাপ ও প্রেম। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেন।

২০২১ সালে সিনেমা মহা সমুদ্রম-এর সেটে অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে আলাপ হয় অদিতির। সেই বছরে, তাঁরা ডেটিং শুরু করেন। ২০২৪ সালের ২৮ মার্চ সিদ্ধার্থ ও অদিতি ঘোষণা করেন তাঁদের এনগেজমেন্টের খবর।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি ডাক্তারদের যেমন ডিগ্রি আছে, আমারও আছে, আমাদেরও মানুষ নমস্কার করে, চতুর্থীতে মদন মহামায়ার পুজোয় থাক প্রকৃতির জন্য ভাবনা, রইল ঘর সাজানোর কিছু অভিনব টিপস ENG W vs SA W- বোলারদের দাপটে দ্বিতীয় ম্যাচে জয়! সেমির রাস্তা প্রশস্ত ইংরেজদের… ‘খুব সুন্দর’, বিয়ের পর প্রথম পুজো! পরম-পিয়ার রোম্যান্টিক ছবিতে মুগ্ধ কুণাল ঘোষ ‘কল, সোফা, এসি... উপমুখ্যমন্ত্রীর বাসভবন থেকে আসবাব চুরি করেছেন তেজস্বী’ রাজ্যে শুরু ২০২৫ সালের বাজেটের প্রস্তুতি, এবারও কি বাড়বে সরকারি কর্মীদের ডিএ? উৎসবের রাজপথে চৌকি বইলেন চিকিৎসকরা, শিরদাঁড়ার জোরের কাছে হার মানল কলকাতা পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.