ফের বিয়ের আসরে বসলেন অদিতি রাও হায়দারি। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া ভাবে বিয়ে সেরেছিলেন অদিতি এবং সিদ্ধার্থ। বিবাহ বাসর হিসেবে বেছে নিয়েছিলেন ৪০০ বছরের পুরনো শ্রী রঙ্গনায়িকা স্বামী মন্দির, দ্বিতীয়বার বিয়ের ভেন্যু হিসাবে বেছে নিয়েছেন বিষানগড়ের আলিলা দুর্গ।
নবদম্পতির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে শুভেচ্ছা বার্তায় তাঁদের ভরিয়ে দিয়েছেন সকলে। সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গা পরে অপরূপ সাজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী, অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন মুক্তরঙা শেরওয়ানি। অদিতির পরনে ছিল ভারী জড়োয়ার গয়না, চুল ছিল বিনুনি করা। অদিতির শরীরে বইছে রাজ-রক্ত। এদিন ঠিক রূপকথার রাজ-কন্যের বেশেই ধরা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: জোড়া খুনে গ্রেফতার নার্গিস ফাকরির বোন, কে এই আলিয়া? কেমন সম্পর্ক ছিল দুই বোনের?
বিবাহ বাসরের সেই ছবি ভাইরাল হতে না হতেই এবার আরও বেশ কিছু ছবি ভাইরাল হল রিসেপশন পার্টির। এক ঝাঁক তারকাকে নিয়ে আনন্দে মেতে ছিলেন নবদম্পতি। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, ফারাহ খান, পত্রলেখা, অমল সুফিয়া এবং আরও অনেকে।
অদিতি সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের আলিলা দুর্গে বসেছে যেন চাঁদের হাট। প্রথম কিছু ছবিতে অদিতি এবং সিদ্ধার্থকে পোজ দিতে দেখা যায়। কিছু ছবিতে আবার দেখা যায় অদিতি লেহেঙ্গা পাল্টে একটি স্কার্ট এবং টপ পরেছেন।
কখনও বন্ধুদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় নবদম্পতিকে কখনও আবার দেখা যায় একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে। ছবিগুলির মধ্যে একটিতে আবার দেখা যায় ফারাহ খান নাচ করে একেবারে আসর মাতিয়ে রেখেছেন, আবার একটি ছবিতে সোনাক্ষিকে মাইক হাতে গান করতে বা কিছু বলতে দেখা যায়।
আরও পড়ুন: বর্ষশেষে বিনোদনের ধামাকা! ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন সিনেমা
এই অসম্ভব সুন্দর ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে অদিতি লিখেছেন, ‘দুই বন্ধু বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, দুই পরিবার এক পরিবারের পরিণত হলো। অনেক নাচ, গান, আনন্দ এবং হৈ হুল্লোড়ে কাটলো একটি সন্ধ্যা, যা সারা জীবন মনে থাকবে।’