লাভবার্ড্স এবার ক্যালিফোর্নিয়ায়! না এবার শুধু ঘুরতে নয়। বলিউড ও তামিল সিনেমার তারকা অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থকে এবার দেখা গেল অ্যাপলের ল্যান্ডমার্ক ইটস গ্লোটাইম ইভেন্টে। অদিতি ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দফতর থেকে ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে ভোলেননি।
আরও পড়ুন: (ট্রোলারদের মুখে ঝামা ঘষো বিয়ের পর প্রথম গণেশপুজো উদযাপন সোনাক্ষী-জাহিরের, কী কী আয়োজন করলেন?)
অদিতি, সিদ্ধার্থ
সোমবার তাঁরা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন এবং ক্যালিফোর্নিয়া থেকে তাঁদের একত্রিত ছবিগুলির একটি যৌথ পোস্ট শেয়ার করেছেন। সিদ্ধার্থ নেভি ব্লু ব্লেজার এবং ট্রাউজারের সাথে একটি সাদা টি-শার্ট পরেছিলেন। সঙ্গে ছিল ধূসর স্নিকার্স এবং গাঢ় সানগ্লাস। অদিতি সমস্ত ছবিতে তাঁর পাশে পোজ দিয়েছেন। তিনি বেছে নেন ময়ূর নীল রঙের অফশোল্ডার জাম্পসুট। সঙ্গে সাদা স্নিকার্স এবং গাঢ় সানগ্লাস দিয়ে টিম আপ করায় দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে । দু'জনেই তাঁদের সঙ্গে নিয়েছিলেন কালো ফেনি ব্যাগ। একটি ছবিতে তাঁদের অ্যাপল ইভেন্ট কার্ডগুলি ফ্ল্যাশ করেন এই জুটি।
পোস্টের ক্যাপশনে লেখেন, ‘প্রথমবারের মতো একটি #applekeynote (হার্ট আই ইমোজি) দু: সাহসিক অভিযানে দুই অ্যাপল ভক্ত ... চলো যাই! (ভালো লাগার ইমোজি)।’ সাবা আলি খান মন্তব্য করেছেন, 'তুমি ভাগ্যবান (লাল হৃদয়ের ইমোজি) আমিও এটা চাই। অদিতির 'হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এর সহ-অভিনেত্রী মনীষা কৈরালাও কমেন্ট সেকশনে একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন।
আরও পড়ুন: (ট্রোলিং নিয়ে মুখ খুললেন অনন্যা! সমালোচনা সামলানোর টেকনিক জানিয়ে বললেন, ‘লোকে বলবেই...’)
টিম কুকের সঙ্গে দেখা
অনুষ্ঠানে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গেও দেখা করেন এই দম্পতি। অদিতি তাঁর নিজের এবং সিদ্ধার্থের ‘সবচেয়ে মিষ্টি, দয়ালু সবচেয়ে শ্রদ্ধেয়’ টিমের সঙ্গে কথোপকথনের ছবি পোস্ট করেছেন এবং তাঁকে ‘অবিস্মরণীয়, যাদুকরী অভিজ্ঞতা’ এর জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, 'গত দু'দিন আমাদের উভয়ের জন্য খুব বিশেষ ছিল, মন ভালো করা উজ্জ্বলতা, মহাকাব্যিক সৃজনশীলতা, শীর্ষ প্রযুক্তি এবং নান্দনিকতার সর্বোচ্চ নিদর্শন।'
অদিতি-সিদ্ধার্থ খেলাচ্ছলে মেতে ওঠেন
অদিতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে অনুষ্ঠানের অন্দরমহলের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। অতিথির আসনে বসে থাকাকালীন, তিনি নিজের ফোনে মঞ্চটির অনুষ্ঠান রেকর্ড করছেন। অপরদিকে সিদ্ধার্থ একটি আসনে যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনাক্রমে তাঁকে (অদিতি) বাধা দেন। এই ঘটনায় তাঁর বাগদত্তা হাসিতে ভেঙে পড়ে। তিনি আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তিনি এবং সিদ্ধার্থ একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে ক্যামেরার দিকে বলছেন, ‘হাই, আমরা অ্যাপল কীনোটের জন্য ক্যালিফোর্নিয়ার কাপেরটিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে আছি। এটা দারুণ হতে চলেছে। তারপর সিদ্ধার্থ অ্যানিমেটেড ভাবে 'হ্যাঁ' বলে অদিতিকে আবার খিলখিলিয়ে হাসতে বাধ্য করে।
আরও পড়ুন: (এক হাতে সন্তান, অন্য হাতে ফুড ডেলিভারি, সোনুর লড়াইকে বাহবা সোশ্যাল মিডিয়ার)
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই বাগদান সারেন অদিতি ও সিদ্ধার্থ। ২০২১ সালের তামিল সিনেমা 'মহা সমুদ্রম'-এর সেটে তাঁদের দেখা হয়। সিদ্ধার্থকে আগামী বছর এস শঙ্করের ঐতিহাসিক ড্রামা ইন্ডিয়ান ৩-তে দেখা যাবে। অদিতিকে আগামীতে নির্বাক চলচ্চিত্র গান্ধী টকস এবং ইংরেজি চলচ্চিত্র লায়নেসে দেখা যাবে।