বলিউডে কান পাতলে জোর গুঞ্জন, একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডে। দু'জনের সম্পর্কে থাকার খবরে সরগরম বলিউড। বলিউডের কোনও গোপন পার্টি হোক কিংবা অনুষ্ঠান— সব জায়গাতেই ইদানীং তাঁদের একসঙ্গে দেখা যায়। কখনও কখনও বেড়াতে একসঙ্গে বিদেশেও উড়ে যান।
সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়ে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন অনন্যা এবং আদিত্য। রেস্তোরাঁয় অন্দর থেকে জুটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। এ দিন আদিত্য এবং অনন্যা দুজনকেই কালো পোশাক পরে দেখা গিয়েছে। ভাইরাল ভিডিয়োকে আদিত্যর কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছেন অনন্যা। আরও পড়ুন: 'ভাববেন না আমারটা আলাদা..', সম্পর্ক নিয়ে তরুণদের বিশেষ পরামর্শ ধোনির
অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কাপুরের ভিডিয়ো-
ভিডিয়োতে জুটিকে অন্যের সঙ্গে কথোপকথন করতে দেখা যায়। দুজনের ঠোঁটে মৃদু হাসি। চর্চিত জুটির ভিডিয়ো কমেন্ট করে এক নেটিজেন লিখেছেন, ‘ওঁরা একে অপরের পরিপূরক’। আরেকজন যোগ করেছেন, ‘একসঙ্গে খুব সুন্দর দেখাচ্ছে’। একজন ব্যক্তি আরও লিখেছেন, ‘কিছুই চলছে না, কেন ওঁরা এমন আচরণ করে, আমরা তো ভাইরাল ছবি দেখতেই পাচ্ছি’।
আদিত্য এবং অনন্যার সম্পর্কের কথা জানা যায় কফি উইথ করণে। KJo ব্যাপারটি নিয়ে প্রশ্ন করেছিলেন অনন্যাকে। অনেকের মতে, এই দুই অভিনেতার জীবনেও ঘটকের ভূমিকা নিয়েছেন করণ জোহর। এরপরেই একাধিক জায়গায় একসঙ্গে দেখা যায় তাঁদের। যেমন, কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে ম্যাচিং পোশাকে দেখা গিয়েছিল আদিত্য-অনন্যাকে। কিছুদিন আগেই ল্যাকমে ফ্যাশন উইকে মণীশ মালহোত্রা জন্য ওয়াক করেছে চর্চিত এই জুটি।