বাংলা নিউজ > বায়োস্কোপ > Aditya Narayan: ‘আজ যাঁরা বলছেন ব্যবহার করা হয়েছে, তাঁরাই গিয়ে পরে একই দলে ভিড়বেন…’, বলছেন আদিত্য

Aditya Narayan: ‘আজ যাঁরা বলছেন ব্যবহার করা হয়েছে, তাঁরাই গিয়ে পরে একই দলে ভিড়বেন…’, বলছেন আদিত্য

আদিত্য নারায়ণ

নিজেদের সুবিধার জন্য তাঁদের ব্যবহার করা হয়েছে বলে যাঁদের অভিযোগ, তাঁদের উদ্দেশ্যে আদিত্যর প্রশ্ন, ‘তাহলে আপনারা ওদের সঙ্গে কাজ করলেনই বা কেন? আপনারা ওঁর গোলামিই বা কেন করেছেন? প্রথমে সুযোগ পাচ্ছিলেন তাই কিছু বলেননি, আর এখন সমস্যায় পড়েছেন, তাই মুখ খুলছেন, নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।’

একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছনোর পর বহু গায়কই মিউজিক কোম্পানি, রেকর্ড কোম্পানি সহ মিউজিক লেবেলদের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। নিজেদের সুবিধার জন্য তাঁদের ব্যবহার করা হয়েছে এমন অভিযোগও করেন। তবে এধরনের সমালোচনার পক্ষপাতী নন উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ। আদিত্যর কথায়, যাঁরা এধরনের অভিযোগ করেন, পরে দেখা যায়, তাঁরাও গিয়ে ওই একই দলে ভিড়ে যান।

নিজেদের সুবিধার জন্য তাঁদের ব্যবহার করা হয়েছে বলে যাঁদের অভিযোগ, তাঁদের উদ্দেশ্যে আদিত্যর প্রশ্ন, ‘তাহলে আপনারা ওদের সঙ্গে কাজ করলেনই বা কেন? আপনারা ওঁর গোলামিই বা কেন করেছেন? প্রথমে সুযোগ পাচ্ছিলেন তাই কিছু বলেননি, আর এখন সমস্যায় পড়েছেন, তাই মুখ খুলছেন, নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।’

আদিত্য নারায়ণের কথায়, ‘সমস্যা তখনই তৈরি হয় যখন সংখ্যাগরিষ্ঠরা একটি প্রস্তাবে সম্মত হন কিন্তু একজন শিল্পী হয়ত রাজি হলেন না। তখনই কোনও প্রজেক্টের অগ্রগতি ব্যহত হয়। তবে এমন কাজ করে ৯৯ জন গায়কের প্রচেষ্টাকে ধ্বংস করে দিচ্ছেন। ওঁদের পেশাদারিত্ব,সততা, সব বারবাদ হয়ে যায়।’

একটা গান চূড়ান্ত হওয়ার আগেই ১০জন শিল্পীদের গাইতে বলা হয়, যে অভ্যাসটাও ঠিক নয়। তবে এটাই পরে নিয়মে পরিণত হয়েছে। আদিত্য নারায়ণের প্রশ্ন, ‘কিন্তু এর জন্য দায়ী কাকে করবেন? অবশ্যই সেই গায়কদের দায়ী করবেন, যাঁরা আদপে আত্মসমর্পণ করছেন। সকলেই যদি নিজেকে সরিয়ে নেন, সাফ জানিয়ে দেন, এই গানটা জন্য সই করালে তবেই গাইবেন, তাহলে এধরনের ঘটনা আর ঘটবে না।’

সঙ্গীতের দুনিয়ায় ঐক্যের বড়ই অভাবা! এপ্রসঙ্গে আদিত্য নারায়ণ বলেন, ‘এটা হয়েছে প্রয়োজনীয়তার কারণেই। বহু গায়কই বলবেন, আমি গরিব, তাই এটা আমায় করতেই হয়েছে বা গাইতেই হয়েছে। যদিও এই বিষয়টা আমার ন্যায্য বলেই মনে হয়েছে। হয়ত আমি দারিদ্রতা দেখিনি, কখনও টেবিলে খাবার নেই সেটা হয়নি। তবে অনেকের ক্ষেত্রেই এটা ঘটে।’ আদিত্যর বক্তব্য মিউজিক কোম্পানি, রেকর্ড কোম্পানির সঙ্গে সহযোগিতা করতে আমার সমস্যা নেই, আমার বাবাও এটা করেছেন। তবে উভয়ের সমঝোতার মধ্যে দিয়েই উপসংহারে পৌঁছানো প্রয়োজন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.