প্রথমে শ্রদ্ধা কাপুর, তারপর অনন্যা পান্ডে। আদিত্য রায় কাপুরের (Aditya Roy Kapoor লাভ লাইভ যে একেবারেই ভালো নয় তা পরপর দুটি ব্রেকআপ থেকে স্পষ্ট। করিনা কাপুর খানের শো হোয়াট ওমেন ওয়ান্ট - এ এসে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন আদিত্য রায় কাপুর।
আদিত্যের সম্পর্কের বর্তমান অবস্থা কী জিজ্ঞাসা করতে গিয়ে করিনা কাপুর বলেন, অনেক মহিলাই তোমার সম্পর্কের স্ট্যাটাস জানতে চায়? এই কথার উত্তরে আদিত্য বলেন, চিল করাকে কি স্ট্যাটাস বলা যায়? যদি বলা যায় তাহলে এটাই আমার এখন স্ট্যাটাস। উত্তরে করিনা বলেন, তুমি সবসময়ই চিল করো।
(আরও পড়ুন: আর জি কর নিয়ে অনশনে বিচ্ছিন্না স্ত্রী দেবলীনা! ‘তোর স্বার্থহীন লড়াই আমায়…’, বিশেষ বার্তা দিলেন তথাগত)
আদিত্য আরও বলেন, আমি খুবই খারাপ একজন ফোন ইউজার। সারাদিনে হয়তো আমার কাছে ১০০ টা মেসেজ এসেছে, কিন্তু আমার দেখার সময় হয় না। পরে ব্লক করে দি। এই ভাবেই দিন চলছে।
প্রসঙ্গত, মাত্র একমাস আগে ব্রেকআপ হয়েছে অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুরের। এই মুহূর্তে তারা শুধুমাত্র খুব ভালো বন্ধু। দুজনেই নিজেদের কাজে এগিয়ে গেছে নিজেদের মতো করে।
(আরও পড়ুন: আমি তো এবার Bigg Boss-এ আসতেই চাইনি, কারোর সঙ্গে দেখা করতেও চাইনি, বাধ্য হয়ে এসেছি…’, অকপট সলমন)
একদিকে সারা আলি খানের বিপরীতে অনুরাগ বেশি পরিচালিত ‘মেট্রো ইন ডিনো’ - অভিনয় করতে চলেছেন আদিত্য রায় কাপুর, অন্যদিকে অনন্যা পান্ডে অভিনয় করবেন ‘কল মি বে সিজন ২’ সিনেমায়, যেখানে অনন্যার বিপরীতে অভিনয় করবেন অক্ষয় কুমার এবং আর মাধবান।