দীর্ঘ ৯ বছর পর আবার বলিউডে ফিরতে চলেছেন আদনান সামি। তাও আবার একটা নয়। দু দুটো ছবিতে প্লেব্যাক করছেন তিনি। কাসুর এবং ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো ছবি দুটোতে গান গেয়েছেন তিনি। তার আগেই কী জানালেন আদনান?
আরও পড়ুন : 'খুব চোখে লাগছে …' আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা - সৃজিত
আরও পড়ুন : মৌলবাদের বিরুদ্ধে বারবার গর্জে শাহরিয়ার কবিরের নামেই গণহত্যার অভিযোগ! গ্রেফতার বাংলাদেশি লেখক
কামব্যাক নিয়ে কী জানালেন আদনান?
আদনান সামি এদিন তাঁর কামব্যাক প্রসঙ্গে জানান, 'এটা একেবারেই প্ল্যান করে, হিসেবে করে করিনি। কিন্তু হয়ে গেল। আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হবো বলে সময় লাগত। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে। আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয় এই সেদিন বজরঙ্গী ভাইজান হল আর তাতে আমি ভর দো ঝোলি গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত। '
আরও পড়ুন : 'শুনে নেব নাহয় গালিগালাজ ...' আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে!
তিনি এদিন আরও জানান, 'আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিং ফেজে ফিরেছি। স্বাধীন ভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।'
আদনান মশকরা করে এদিন জানান তিনি এখন কিছুটা অলস হয়ে গিয়েছেন। তবে তাঁর এই ৩৫ বছরের কেরিয়ারে তিনি বিভিন্ন ধরনের গান গেয়েছেন বলেও জানান। একই সঙ্গে জানান তিনি খুব বেশি গান গাননি কারণ গানটা তাঁর কাছে ইমোশনাল একটা ব্যাপার। খালি ব্যবসা নয়। তাঁর ভালো লাগার জায়গা এটা।