ওজন কমানো এবং ফিট থাকা- এই দুই ক্ষেত্রে আদনান সামি সকলের কাছেই একজন অনুপ্রেরণা। মেদ ঝরানোর জন্য এই গায়ক ভীষণ কষ্ট করেছেন, নিজের ডায়েট পুরোপুরি বদলে ফেলেছেন, জীবনযাপনের ধরন পাল্টেছেন। আর এই সফরে তিনি কমিয়ে ফেলেছেন একশ কুড়ি কিলো!
সম্প্রতি গায়ক তাঁর এই ওজন কমানোর সফর নিয়ে মুখ খুললেন। জানালেন তিনি ভীষণ রকম আশাবাদী ছিলেন এই বদলের জন্য। আদনান জানান তিনি অল্প বয়সে খেলাধুলো করতেন। ফিট ছিলেন। এই প্রসঙ্গে তিনি হিউম্যান অব বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমি আজীবন কিন্তু ২৩০ কেজি ওজনের ছিলেন না। আমি ভীষণ ফিট ছিলাম। শুধু ফিট নই, ছিপছিপে রোগা ছিলাম আমার টিনএজে। আমি রাগবি খেলতাম। স্কোয়াশ খেলতাম। আবু ধাবির স্কোয়াশ চ্যাম্পিয়ন ছিলাম আমি। একটা সময় আমি পোলো খেলতাম, ঘোড়ায় চড়তাম। অনেক পরে আমার ওজন বেড়েছে। কিন্তু ওজন বাড়লেও আমি আমার পুরনো জামা ফেলে দিইনি সব রেখে দিয়েছিলাম। আমার মা আমায় বলতো এগুলো ফেলে দাও না কেন। তুমি নিজেই এত জায়গা নিচ্ছ আবার তার মধ্যে এত জামা কাপড় দিয়ে জায়গা দখল করে রাখছ। তুমি এই আলমারিগুলো অন্য জিনিস রাখার কাজেও তো ব্যবহার করতে পারো। আমি বলতাম না, আমি একদিন ঠিক এগুলোতে ফিট করব।'
কোনও সার্জারি করা নয়। স্রেফ ডায়েট মেনে আর জীবনযাপন পাল্টে ওজন কমিয়েছেন তিনি। উনি এই বিষয়ে একবার বলেছিলেন, 'সবাই ভাবত আমি বুঝি সার্জারি করিয়েছি। কিন্তু না আমি এগুলোর একটাও করিনি।'