বাংলা নিউজ > বায়োস্কোপ > Adnan Sami: পাকিস্তানের পরদা ফাঁস করার কথা বললেন আদনান সামি, দাবি ‘চমকে যাবে অনেকেই’!

Adnan Sami: পাকিস্তানের পরদা ফাঁস করার কথা বললেন আদনান সামি, দাবি ‘চমকে যাবে অনেকেই’!

পাকিস্তানকে আক্রমণ করলেন আদনান। 

ফের পাকিস্তানের নামে টুইটারে ক্ষোভ উগড়ে দিলেন আদনান। পাকিস্তান ত্যাগের কারণ খুব জলদি জানাবেন বলেই লিখলেন এই গায়ক। 

২০১৬ সালে ভারতের নাগরিকত্ব নেন গায়ক আদনান সামি। তাঁর মা ছিলেন জম্মুর বাসিন্দা, আর বাবা পাকিস্তানের। জন্ম ব্রিটেনে। পাকিস্তানি বংশোদ্ভুত এই গায়ক ভারতে বসবাস করছেন সেই ২০০১ সাল থেকে। ‘কাভি তো নজর মিলাও’, ‘লিফট করা দে’-র মতো গান গিয়ে বলিউডে সেনসেশন ফেলে দিয়েছিলেন তিনি।

যদিও তিনি পাকিস্তানের বাসিন্দা নন, তবে একাধিকবার সমালোচনা করেছেন পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেশনের। এবার তিনি বললেন ‘পরদা ফাঁস’-এর কথা। সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির সঙ্গে একটা দীর্ঘ নোট শেয়ার করলেন আদনান। যাতে লেখা, ‘আমাকে অনেকেই প্রশ্ন করে পাকিস্তানের জন্য আমার মনোভাব এরকম বিরূপ কেন। শক্ত সত্যিটা হল আমার পাকিস্তানের বাসিন্দাদের উপর কোনও অভিযোগ নেই, যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। আমাকে ভালোবাসা দিয়েছেন। ’

এরপর আদনান জানান তাঁর যত রাগ সবটাই পাকিস্তানের সরকারের উপরে। কারণ তাঁরা যেভাবে তাঁর সঙ্গে ‘ব্যবহার’ করেছেন। ‘আমার যত সমস্যা পাকিস্তান সরকারের উপর। যাঁরা আমাকে ভালো করে চেনেন জানেন পাকিস্তানে আমার সঙ্গে কীরকম ব্যবহার হয়েছে। যার ফলে আমি বাধ্য হয়েছি পাক ছাড়তে।’, আরও লেখেন তিনি।

আদনানের টুইট। 
আদনানের টুইট। 

নিজের বক্তব্য শেষ করেন এটা বলে যে তিনি এবার পাকিস্তানের ‘পরদা ফাঁস’ করবেন, যা ‘চমকে দেবে অনেককেই’। ‘খুব জলদি একদিন আমি সত্যিটা সামনে আনব যে ওখানে আমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে। সাধারণেরও এটা জানা উচিত। আনেকদিন ধরে এসব নিয়ে নিজের মুখ বন্ধ রেখেছিলাম। তবে একদিন সঠিক সময় দেখে সকলকে সবটা জানাব।’

টুইটারে ভক্তরা আদনানকে দিয়েছেন পাশে থাকার বার্তা। জানিয়েছেন, এই সত্যের লড়াইয়ে সবসময় তাঁরা সঙ্গ দেবেন পছন্দের গায়কের। প্রসঙ্গত, ২০২০ সালে ভারত সরকারের পক্ষ থেকে তাঁর হাতে পদ্মশ্রী-ও তুলে দেওয়া হয়েছে।

 

বন্ধ করুন