সম্প্রতি দিল্লিতে একটি কনসার্টে উপস্থিত হয়েছিলেন গায়ক তথা সুরকার আদনান সামি। দিল্লির শ্রোতাদের উষ্ণ, অভ্যর্থনা এবং ভালোবাসায় বারবার মুগ্ধ হয়েছেন তিনি। তবে দিল্লির মাটিতে একটি ইচ্ছা তাঁর আজও পূরণ হয়নি, সে কথাই তিনি জানালেন সম্প্রতি।
আদনান বলেন, ‘রমজানে রোজা রাখার পরেও আমার গান গাইতে কোনও সমস্যা হয়নি। রাত আটটায় কনসার্ট শুরু হয়েছিল, তারপর পর পর শুরু হওয়ায় বিশ্রাম নেওয়ার সময় তেমনভাবে পাওয়া যায়নি। কিন্তু মঞ্চে পা রাখার সঙ্গে সঙ্গে মানুষের ভালোবাসা আমাকে চাঙ্গা করে দেয়। এটাই আসল কারণ ঘন্টার পর ঘন্টা বিশ্রাম না করেও পরিশ্রম করা যায়।’
আরও পড়ুন: প্রথমে চাননি আসতে, অবশেষে ‘খতরো কে খিলাড়ি’ কাঁপাতে আসছেন এই ‘বিগ বস’ প্রতিযোগী
আরও পড়ুন: 'বলিউড তারকারা কখনওই এই কাজ…', আল্লু অর্জুনের কোন ব্যবহার মুগ্ধ করেছিল গণেশকে?
আদনান বলেন, ‘দর্শকদের সঙ্গে আমাদের যোগাযোগ যদি ভাল হয় তাহলে কোনও কষ্ট হয় না। আমার সম্পর্কে তাঁরা সবকিছুই জানেন, আমার সংগীতের প্রতি তাঁদের প্রতিক্রিয়া তাঁদের প্রতি আমার ভালোবাসা শতগুন বাড়িয়ে দেয়।’
দিল্লির খাবার সম্পর্কে তিনি বলেন, ‘আমি সবসময় পুরনো দিল্লির খাবার ভীষণ পছন্দ করি। এবারেও রমজান চলাকালীন কিমা কুলচা, সিঙ্গাড়া, মালপোয়া সবকিছুই খেয়েছি। কাবাবও খেয়েছি আবার বাংলার বাজারের চাটও খেয়েছি।’
আরও পড়ুন: একবার নয়, ২ হয়েছিল শ্যুটিং, কী হয়েছিল 'জো জিতা ওহি সিকান্দর'-এর ফ্লোরে?
আরও পড়ুন: ম্যাচের আগে হর্ষিতকে বাংলা শেখানোর চেষ্টা প্রীতির, বোলিং শিখতে গিয়ে ভাঙলেন কাচ!তারপর?
নিজের অসম্পূর্ণ ইচ্ছা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি কখনও নিজামুদ্দিন দরগায় গান গাওয়ার সুযোগ পাইনি। কোনওদিন যদি আমার কাছে সেই সুযোগ আসে, তাহলে অবশ্যই আমি গান গাইব। এটি আমার কাছে অনেক সম্মানের হবে।’
দিল্লির কনসার্টে শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন আদনান সামির একমাত্র কন্যাও। সাত বছর বয়সী মেয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আদনান বলেন,' আমার ছোট্ট মেয়ে শ্রোতাদের মধ্যে বসেছিল। ও খুব ভালো করেই জানে আমার পরবর্তী গান কোনটা হবে, কিন্তু তাও অনুমান করার ভান করে। এটা আমার কাছে ভীষণ আনন্দের।'