অদ্রিজা রায় এখন মুম্বইয়ের বাসিন্দা। টলিউড ছেড়ে বহুদিন আগেই তিনি মায়ানগরীতে পাড়ি জমিয়েছেন। বলিউডে চুটিয়ে কাজ করছেন তিনি। ইমলি ধারাবাহিকে কাজ করার সুবাদে তিনি এখন আর তেমন পশ্চিমবঙ্গে আসতে পারেন না। তাই মিস হয়ে যায় বাংলার পুজো। কিন্তু বাংলার বাইরে থাকলেও কি আর বাঙালিকে বাংলা থেকে আলাদা করা যায়? তাই তো পুজোর সময় তাঁকে মুখোপাধ্যায় বাড়ির পুজোতে দেখা গেল। সেখানে গিয়েই তাঁর সঙ্গে দেখা হয় রানি মুখোপাধ্যায়ের। তাঁর সঙ্গে অদ্রিজা গিয়ে ধুনুচি নাচ করেন, খান ভোগও।
মুম্বইতে একাধিক দুর্গাপুজো হয়। আর সব কটি বেশ ধুমধাম করে হয়। কিন্তু এগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো। তবে যতই এটার গালভরা নাম থাক না কেন সাধারণ মানুষের কাছে এটি মুখোপাধ্যায়দের পুজো বলেই পরিচিত সেখানেই এবার পুজোর সময় গিয়েছিলেন অভিনেত্রী অদ্রিজা রায়।
অদ্রিজা অষ্টমীর দিন এই পুজোয় গিয়েছিলেন। সেই পুজোতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয় রানি মুখোপাধ্যায়ের। গল্পও করেন দুজনে মিলে বেশ কিছুক্ষণ। আর সেই সব মুহূর্তের টুকরো ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। জানালেন তাঁদের দুজনের মধ্যে কী কী কথা হল।
আরও পড়ুন: পর্নোগ্রাফি কেসে নাম জড়াতেই বিদেশে পালানোর বুদ্ধি দেন শিল্পা! রাজ বলেন, 'জীবন শেষ করে...'
আরও পড়ুন: 'একদম লাভ স্টোরি পছন্দ করত না' কুছ কুছ হোতা হ্যায় করতে গিয়ে বিরক্ত হয়েছিলেন শাহরুখ!
অদ্রিজার কথায় রানি মুখোপাধ্যায়ের বৌদি জ্যোতি দুর্গা চারু ধারাবাহিকে কাজ করেছিলেন। তিনিই অভিনেত্রীকে সেখানে নিমন্ত্রণ জানান। তখনই আমন্ত্রণ পেয়ে ছুটি নিয়ে এই পুজোয় অংশ নেন অদ্রিজা। তবে কেবল তিনি নন, গোটা ইউনিটকে ছুটি দেওয়া হয় এদিন।
অষ্টমীর দিন রানির সঙ্গে ভোগ খাওয়া না হলেও তাঁর সঙ্গে জমিয়ে ধুনুচি নাচ নাচেন অদ্রিজা। একই সঙ্গে জানান রানি নাকি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান, আগামী বছর মুম্বইতে তিনি আরও ভালো করে পুজো কাটাবেন।