অদ্রিজা রায় বঙ্গতনয়া হলেও বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন। টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি মুম্বই গিয়ে জমিয়ে কাজ করছেন। একটার পর একটা ধারাবাহিকে কাজ করে চলেছেন তিনি। এই সদ্যই শেষ হয়েছে তাঁর জনপ্রিয় ধারাবাহিক ইমলি। সেটা শেষ হতে না হতেই তিনি কুণ্ডলি ভাগ্য ধারাবাহিকে কাজ পেয়ে গেলেন। সানা সৈয়দকে সরিয়ে তাঁর জায়গায় পালকি চরিত্রে অভিনয় করবেন তিনি।
কুণ্ডলি ভাগ্য ধারাবাহিকে এবার সানার জায়গায় অদ্রিজা
অদ্রিজা রায় তাঁর নিজের ধারাবাহিক প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'ইমলির পরই আমি আমার একটা বড় শোতে সুযোগ পেয়েই দারুণ খুশি। আমাদের পেশাটা ভীষণই অনিশ্চিত। দুর্গা এবং চারু যখন চার মাসে শেষ হয়ে যায় তখন আমি নিশ্চিত ছিলাম যে আমি আবার কাজ পাব কিনা। কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে গুল ম্যাম আমায় পছন্দ করেছেন এবং আমায় ইমলি অফার করেছেন।'
আরও পড়ুন: সময়ের অভাব, বিগ বস OTT থেকে সরলেন সলমন, ভাইজানের জায়গায় সঞ্চালনার দায়িত্ব এবার সামলাবেন কে?
আরও পড়ুন: ভূস্বর্গে রোম্যান্টিক নয়, বরং বলিউডি মুডে রাতুল - রূপাঞ্জনা, ছেলেকে সঙ্গে নিয়ে নাচলেন কোন গানে?
অদ্রিজা আরও বলেন, 'ইমলিতে কাজ করে দারুণ মজা পেয়েছে। বার গার্ল থেকে ঘরের বউ চরিত্রের এই সফরটা আমার কাছে দারুণ চ্যালেঞ্জিং ছিল। দারুণ সফর ছিল। খুব এনজয় করেছি। আমি যখন ইমলির শেষ দিনের শ্যুটিং করছি তখনই আমি কুণ্ডলি ভাগ্য থেকে ডাক পাই। এটাও একটা দারুণ সুযোগ।'
কুণ্ডলি ভাগ্য নিয়ে কী বললেন অদ্রিজা?
অদ্রিজা জানিয়েছেন তিনি পালকি চরিত্রের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি তেমন। বলেন, 'আমার আগে একজন এই চরিত্রে অভিনয় করেছেন, ফলে একটা চাপ থাকবে দর্শকদের মনে সেই জায়গাটা অর্জন করতে পারার।'