বলিউডে পা রেখেই মন ভাঙে অদ্রিজা রায়ের। দীর্ঘদিনের সম্পর্কে ইতি পড়ে। স্বাভাবিক ভাবেই অত্যন্ত ভেঙে পড়েন অভিনেত্রী। এখন কেমন আছেন? এখনও কি সিঙ্গল, নাকি চুটিয়ে প্রেম করছেন? কী জানালেন অভিনেত্রী?
সম্পর্ক নিয়ে কী জানালেন অদ্রিজা?
টলিউড দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার। জমিয়ে ছোট পর্দা, বড় পর্দায় কাজ করছিলেন বাংলায়। ছিল বিজ্ঞাপনের কাজও। এরই মাঝে সুযোগ পেয়ে বাণিজ্যনগরী চলে যান। বর্তমানে অদ্রিজা রায় বলিউডের ছোট পর্দার অতি চেনা মুখ। ইমলি দিয়ে অভিষেক হওয়ার পর, কুন্ডলি ভাগ্য-তে কাজ করছেন তিনি। এবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তাঁর সম্পর্কের কথা। বিচ্ছেদের কথা।
অদ্রিজা রায় জানান তাঁর ৩-৪ বছরের সম্পর্ক ছিল। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়েই তাঁদের আলাপ। সেখান থেকে প্রেম। অভিনেত্রীর কথায় তিনি কবে প্রেমে পড়েছিলেন বোঝেননি। কিন্তু তাঁর প্রাক্তন একটা সময় তাঁকে জানিয়ে দেন তিনি অভিনেত্রীকে নিয়ে সুখী নন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে অদ্রিজা বলেন, 'ও ভীষণ ইন্ট্রোভার্ট ছিল। আমার সেটা নিয়ে কোনও সমস্যা ছিল না। কিন্তু ইন্ট্রোভার্ট মানে সে আমার সব কথা আমার থেকে লুকাবে। বিশেষ করে আমি যে বিষয়গুলোতে জড়িত। আমার সম্পর্কটা খুবই গোপন ছিল। কিন্তু এখন আর কিছু যায় আসে না।' অদ্রিজা জানান তিনি গত ৭ মাস ধরে সিঙ্গল। তিনি আরও জানান যে তাঁদের সম্পর্ক থাকাকালীন একাধিকবার তাঁদের ব্রেকআপ হয়েছে। আবার প্যাচআপ হয়েছে।
আরও পড়ুন: পরনে গোপালি আনারকলি - গা ভর্তি গয়না, ৬৯ -এও গ্ল্যামারাসলি একটানা ২০ মিনিট নেচে তাক লাগালেন রেখা!
অদ্রিজার কথায়, 'আমার যখন ২৩-২৪ বছর, তখন ভেবেছিলাম যে সব খুব ম্যাচিওর ভাবে সামলাবো। তখনই ও জানায় যে আমার সঙ্গে খুশি নয়। ব্রেকআপের পর আমি খুব ভেঙে পড়েছিলাম মানসিক ভাবে। ও আমার কাছে আমার গোটা পৃথিবী ছিল।' তবে এত কিছু জানালেও প্রাক্তন প্রেমিকের নাম জানাননি অদ্রিজা। তবে তাঁর অনুরাগীরা কিছুটা হলেও আন্দাজ করেছেন। কেউ কেউ প্রশ্ন করেছেন সেই ব্যক্তি ক্রুশাল আহুজা কিনা।