গত ৯ মে সাতপাকে বাঁধা পড়েছেন আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। তাঁরা টেলি দুনিয়ার অন্যতম পাওয়ার কাপল। যদিও বিয়ের আগ পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একপ্রকার মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তাঁরা। বিয়ের পর এবার রিসেপশনে চমক দিলেন তাঁরা। কেমন সেজেছিলেন এদিন?
আদৃত এবং কৌশাম্বির রিসেপশন লুক
আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তীর রিসেপশন এদিন দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত ক্লাবে বসেছিল। সন্ধ্যা সাতটা থেকে সেই প্রিন্সটন ক্লাবেই অতিথিরা আসতে শুরু করেন। এদিন সেখানেই বরের হাত ধরে প্রবেশ করতে দেখা যায় নতুন বউ কৌশাম্বিকে।
আদৃত এবং কৌশাম্বি তাঁদের এই বিশেষ দিনে পোশাকে মিল রেখেছিলেন। আদৃত পরেছিলেন আইভরি রঙের পঞ্জাবি এবং পায়জামা। অন্যদিকে কৌশাম্বি পরেছিলেন আইভরি রঙের লেহেঙ্গা। চুল কার্ল করে খুলে রেখেছিলেন তিনিম লাগানো ছিল সাদা ফুল।
তাঁদের রিসেপশনে লুক প্রকাশ্যে আসতেই সেটা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তাঁদের নতুন জীবনের জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
আদৃত এবং কৌশাম্বির বউভাতের লুক
সকলের ঘরোয়া বউভাতের অনুষ্ঠানে আদৃত পরেছিলেন ঘিয়ে রঙের পঞ্জাবি। অন্যদিকে কৌশাম্বির পরনে দেখা যায় নীল রঙের সিল্কের শাড়ি। সঙ্গে গা ভর্তি গয়না পরেছিলেন। করেছিলেন হাত খোঁপা।
আরও পড়ুন: সমদীপ্তার ভাবনায় মিলে গেল ভিদা করো আর তোমারও অসীমে! অরিজিৎ-রবি গানের ম্যাশাপে মুগ্ধ নেটপাড়া
বিয়ের পর আদৃত এবং কৌশাম্বির প্রথম পোস্ট
বিয়ের পর ১০ মে প্রথম পোস্ট করলেন আদৃত রায়। তিনি ফেসবুকের পাতায় তাঁর এবং কৌশাম্বির একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁদের সিঁদুরদানের পর তিনি নতুন স্ত্রীকে কোলে তুলে নিয়েছেন। দুজনের মুখে লেগে হাসিন এক ছবিটি পোস্ট করে অভিনেতা লেখেন, 'ধন্যবাদ আমাদের আশীর্বাদ করার জন্য।' কেবল আদৃত নন, কৌশাম্বি নিজেও এদিন তাঁদের বিয়ের দুটো ছবি পোস্ট করেন। লেখেন তাঁদের চিরকালের সফর শুরুর কথা। অনেকেই তাঁদের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবনের জন্য।