সাতপাকে বাঁধা পরেছেন, তাও প্রায় ২ মাস হয়ে গিয়েছে। গত ৯ মে ঘটা করেই বিয়ে করেছেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। তবে শুধু আদৃতের সঙ্গে বিয়ের উদযাপনই নয়, এর মাঝে কৌশাম্বীর জীবনে ঘটে গিয়েছে আরও অনেক কিছুই। বিয়ের দেড়মাসের মাথায় হঠাৎই মৃত্যু হয় কৌশাম্বির মায়ের। সেই মৃত্যুর পর প্রায় দু'সপ্তাহ কেটে গেলেও এখনও কষ্ট ভুলতে পারেননি অভিনেত্রী।
তবে এসবেরই মাঝে সোশ্যাল মিডিয়ায় উঠে এল কৌশাম্বির বউ ভাতের এক টুকরো মুহূর্ত। ছবিটি ১১ মে তোলা হয়েছিল। যেখানে সবুজ শাড়ি আর সোনার গয়নায় সেজে বউভাতের প্রথা মেনে পরিবারের সকলকে ভাত পরিবেশন করছিলেন 'নতুন বউ' কৌশাম্বি। তাঁর কপাল ও সিঁথিতে তখনও লেগেছিল বিয়ের সিঁদুর, হাতে লেগে ছিল মেহেন্দি। আর তাঁর ঠোটের কোণে আলগোছে লেগেছিল হালকা হাসি। আদৃশাম্বির ফ্যানপেজে উঠে এসেছে সেই ছবি।
ছবি পোস্ট করে ক্যাপাশনে লেখা হয়েছে, ‘তাদের বৌভাতের সুন্দর একটা মুহূর্ত ছবি হিসেবে বন্দি আছে এইখানে, নিয়ম অনুযায়ী বৌভাতের দিনে নতুন বউ পরিবারের সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করে, এখানেও সেই নিয়মই পালন করছেন মিসেস রয়’। এখানে 'মিসেস রয়' বলতে আদৃত রায়ের স্ত্রী কৌশাম্বিকে বোঝানো হয়েছে।
আরও পড়নুন-এবার পরনে ‘উলটো’ পোশাক! ইসকনে শিশুদের ভোগ খাওয়ালেন কার্দাশিয়ান বোনেরা
প্রসঙ্গত, আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর আলাপ হয় 'মিঠাই'-এর সেটে। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ও প্রেমের সূত্রপাত। যদিও প্রেম নিয়ে সেসময় মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। গত ৯ মে পরিণতি পায় আদৃত-কৌশাম্বির সেই প্রেম। ওইদিনই সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।
তবে আদৃত-কৌশাম্বির ভালোবাসার সফরে কম বাধা-বিপত্তি আসেনি। তাঁদের এই সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল ট্রোলিং। বিশেষ করে মিঠাই সিরিয়ালেরই নায়িকা সৌমিতৃষার অনুরাগীদের ব্যক্তিগত রোষের মুখে পড়েন এই জুটি। তবে সেসব কান না দিয়ে সুখেই সংসার করছেন এই জুটি। বিয়ের পর গোয়ায় গিয়ে মধুচন্দ্রিমাও সেরে ফিরেছেন আদৃত-কৌশাম্বি। এদিকে বিয়ের পর কাজেও ফিরেছেন আদৃত ও কৌশাম্বি। 'ফুলকি'র শ্য়ুটিং শুরু করেছেন কৌশাম্বি চক্রবর্তী। আর আদৃত ব্যস্ত তাঁর নতুন ছবির কাজে।