আরজি কর নিয়ে সরব হয়েছেন একের পর এক তারকা। তাঁদের মধ্যে কেউ যেমন পথে নেমে প্রতিবাদ করেছেন, কেউ আবার বাড়িতে বসে গান বা লেখার মাধ্যমে ফেসবুকে সরব থেকেছেন। শুধু তাই নয়, পছন্দের তারকাদের প্রতিবাদে খুঁজে চলেছেন তাঁদের অনুরাগীরাও।
একটি ফ্যানপেজের তরফ থেকে আদৃত-কৌশাম্বির একটি ভিডিয়ো শেয়ার করা হল। যেখানে দেখা গেল বহুতলের ব্যালকনিতে তিনি মোমবাতি জ্বালাচ্ছেন। সেই ভিডিয়োর শেষে কৌশাম্বির একটি স্টোরিও শেয়ার করা। যা মোমবাতি হাতে জমায়েতের।
এই ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘আদৃত-কৌশাম্বীর মধ্যে অপসিট অ্যাট্রাকশন ব্যাপারটা বেশ কাজ করে অবশ্য দু'জনের পারসোনালিটি দুইরকম। যেমন কৌশাম্বী দিদি বেশ এক্সপ্রেসিভ, আমাদের সঙ্গে প্রায়ই বিভিন্ন ছবি-মূহুর্ত ভাগ করে নেয়। আবার আদৃত দাদা মাসেও নিজের একখানা ছবি পোস্ট করে না, যেখানে আমরা সবাই দিনের পর দিন মুখিয়ে থাকি। কবে উনি একটা হলেও ছবি আমাদের সঙ্গে শেয়ার করবেন। তবে এই জাস্টিস ফর তিলোত্তমা ব্যাপারটায় কৌ'দি একটা স্টোরি আপলোড করেছিল কিন্তু আদি'দা সেরকম কিছু না করলেও আজকের ভ্লগে দেখলাম তিলোত্তমার জন্য সেও জাস্টিস চাচ্ছে, মোম জ্বেলেছে। এই মানুষ দুজন এমনই, একজন করে সরবে তো অন্যজন করে নীরবে।’
কাজের সূত্রে, কৌশাম্বিকে বর্তমানে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে। আর আদৃতের মিঠাই-এর পর আর কোনও নতুন প্রোজেক্ট মুক্তি পায়নি। তবে তাঁর পাগল প্রেমী দিয়ে সামনে আসার কথা আছে। কিন্তু খবর, এসভিএফের প্রযোজনায় তৈরি এই সিনেমার কাজ নাকি স্থগিত রাখা হয়েছে। তবে তা নিয়ে মুখ খোলেনি কোনওপক্ষই।
আরও পড়ুন: ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন
মে মাসে চার হাত এক হয় আদৃত-কৌশাম্বির। মিঠাই সিরিয়াল থেকেই হয়েছিল প্রেমের সূত্রপাত। বিয়ের কিছু টুকটাক ছবি আদৃত-কৌশাম্বি দুজনেই দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গিয়েছিলেন গোয়ায় তারপর হানিমুনে।
এরপর কৌশাম্বির জীবনটা অনেকটাই বদলে যায়, কারণ ২৭ জুন রাতে অভিনেত্রী অনুরাগীদের মাতৃবিয়োগের খবর জানান। তবে এই কঠিন সময়ে কৌশাম্বিকে আগলে রেখেছিলেন আদৃত ও শ্বশুরবাড়ির লোকেরা। বেশ কয়েকদিন নিজেকে সরিয়ে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে। নিজের জন্মদিনও পালন করেননি। তবে ধীরে ধীরে আবার চেষ্টা করছেন স্বাভাবিক ছন্দে জীবনকে ফিরিয়ে আনার।