বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Soumitrisha: সৌমিতৃষার সঙ্গে মনোমালিন্যের চর্চা নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত

Adrit-Soumitrisha: সৌমিতৃষার সঙ্গে মনোমালিন্যের চর্চা নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত

মনোমালিন্য নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত

কো-স্টার সৌমিতৃষার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে? জবাব দিলেন আদৃত রায়।  

‘মিঠাই’ ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতা সৌমিতৃষা কুণ্ডু আর আর আদৃত রায়ের মধ্যেকার ঝামেলা নিয়ে গুঞ্জন গত কয়েকমাস ধরেই কান পাতালেই শোনা যাচ্ছে টেলিপাড়ায়। আদৃত-সৌমিতৃষার অফ স্ক্রিনে নাকি মুখ দেখাদেখিই প্রায় বন্ধ। সেটে দুজনে  দুজনকে এড়িয়ে চলেন, তবে পেশাদার অভিনেতা হিসাবে ক্যামেরা অন হলেই নিজেদের সেরাটা উজাড় করে দেন। 

কী কারণে ঝামেলা দুজনের? এক ঘনিষ্ঠসূত্রের দামি কৌশাম্বির সঙ্গে আদৃতের প্রেমের সম্পর্কের জেরেই অবনতি নায়ক-নায়িকার সম্পর্কে। টেলিপাড়ায় জোর ফিসফিসানি আদৃতকে নিয়ে দড়ি টানাটানি মিঠাই ধারাবাহিকের দুই অভিনেত্রীর। মিঠাইরানি আগেই এই নিয়ে নিজের পক্ষ রেখেছেন। সরাসরি কিছু না বললেও সৌমিতৃষা বলেছিলেন, 'দু’জনের প্রেমের গল্পে তৃতীয় ব্য়ক্তিকে টেনে আনলে মানুষের আগ্রহ বেড়ে যায়।’ এবার কো-স্টার সৌমিতৃষার সঙ্গে মনোমালিন্য নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত রায়।

উচ্ছেবাবু এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, ‘লোকেরা শো’টা দেখছে সেটা এনজয় করুক। আর আমাদের ব্যক্তিগত জীবনে কার সাথে কী সম্পর্ক, কে কত বন্ধু… আমি অনেকসময়ই দেখি কিছু পেজে মানুষজন স্টুপিড জিনিসপত্র লেখে। …. যখন আমি প্রথম ছবি করেছিলাম নূরজাহান, তখন এই সব কমেন্ট পড়তাম। কিছু মানুষ গঠনমূলক সমালোচনা করত, সেটা ঠিক আছে। কিছু মানুষ চাইত আমি মরে যাই! তখন আমি এইসব নিয়ে ভাবতাম। যত দূর থাকা যায় এই কমেন্টগুলো থেকে ততই ভালো'। 

সোশ্যাল মিডিয়াকে একহাত নিয়ে আদৃত আরও পড়েন, ‘সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে  সবার হাতে পাওয়ার রয়েছে। লোকজন যা খুশি তাই লিখতে পারে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে। তাই কার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেব? যারা ভুয়ো প্রোফাইল থেকে কমেন্ট করে, ট্রোল করে তারা আমার জন্য এক্সিস্ট করে না।’

সৌমিতৃষার সঙ্গে ঝামেলা নিয়ে স্পষ্টভাবে কিছু না বললেও আদৃত বুঝিয়ে দেন এই ব্যাপারে কাউকে কোনও সাফাই দিতে চান না তিনি। অভিনেতার কথায়, ‘চ্যানেলের ভরসা রয়েছে আমাদের উপর, আমরা সবাই মিলেমিশে কাজ করি। আমরা পরস্পরকে বুঝি…. কারুর মধ্যে কোনও ঝামেলা হয় বা কোনও সমস্যা হয় সেটা আমরা মিটিয়ে নেই। এটা নিয়ে বাইরের লোকজন কমেন্ট করতে শুরু করলে আমি জানি না ঠিক কী বলা উচিত'। 

 

বন্ধ করুন