অনস্ক্রিন ‘দিদিয়া’র সঙ্গে আদৃতের প্রেম নিয়ে উঠে এসেছিল হাজারো রটনা। আদৃত-কৌশাম্বির সম্পর্ক নিয়ে মিঠাই ভক্তদের একটা বড় অংশ নাক সিঁটকেছিল। ধেয়ে এসেছিল কটাক্ষ-বিদ্রুপ। তবে সব ট্রোলিং-এর জবাব সাত পাক ঘুরে দিয়েছেন এই প্রেমিক যুগল। গত ৯ই মে বিয়ের পর্ব সেরে নিয়েছেন আদৃত-কৌশাম্বি। আরও পড়ুন-‘করব না তোমায় বিয়ে’, শেষ মুহূর্তে বেঁকে বসেন কৌশাম্বি! কেন ঝার খেতে হয় আদৃতকে?
বিয়ে নিয়ে মিডিয়ার সামনে সেভাবে মুখ খোলেননি তাঁরা। সদ্য গোয়ায় হানিমুন পর্ব সেরে নবদম্পতি কলকাতায় ফিরেছেন গত ২৪শে মে। ২৫ তারিখ ছিল আদৃতের জন্মদিন। ওইদিন ভারতলক্ষ্মী স্টুডিওতে ফ্যানেদের সঙ্গে সাক্ষাৎ করেন নায়ক। সঙ্গে মুখোমুখি হন মিডিয়ার। নিজের দাম্পত্য় জীবন নিয়ে প্রথমবার একদম খোলামেলা আড্ডায় আদৃত।
অভিনেত্রী কৌশাম্বির প্রশংসায় পঞ্চমুখ আদৃত। টলি ফ্যাক্টসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ও খুব ডেডিকেটেড। কৌশাম্বি অনেকদিন ধরে কাজ করছে, আমি সেই তুলনায় অনেক নতুন। কাজের মামলায় কৌশাম্বি আমার চেয়ে অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। আমার চেয়ে অনেক ভালো অভিনেতা। আমি ওর থেকে রোজ শিখি। ওকে সবসময় বলি যদি ভুল করি, তাহলে ধরিয়ে দিতে।’
বিয়ের পর অনেকসময়ই দেখা যায় সংসারের হাঁড়ি আলাদা হয়েছে। কিন্তু আদৃত-কৌশাম্বির ক্ষেত্রে একদম উলটো! আগে বাবা-মা'র সঙ্গে এক ছাদের নীচে থাকতেন না আদৃত। এখন বউকে নিয়ে বাবা-মা'র সঙ্গে এক বাড়িতে থাকছেন উচ্ছেবাবু। অভিনেতা বলেন, ‘আগে আমি বাবার ফ্ল্যাটে থাকতাম। কিন্তু এখন বাবা আমাকে বলেছে বাবারা যে বাড়িতে থাকে সেখানে শিফট করে যেতে। এখন আমি, বাবা-মা, কৌশাম্বি সবাই এক বাড়িতে থাকছি।’ বিয়ের পর সংসার আলাদা করা নয়, উলটো আদৃতকে তাঁর পরিবারের সঙ্গে জুড়ে দিয়েছেন কৌশাম্বি। এই না হল আদর্শ বউমা!
বিয়ের পর কতটা বদেলেছে আদৃতের জীবন? তিনি বলেন, ‘খুব এনজয় করছি। খুব রিসেন্টলি জীবনের একটা বড় মাইলস্টোন….আমি ওতো বলতে পারি না (মুখে)। ইমোশনটা ভিতরে আছে, আলাদাই একটা খুশি। ওর সঙ্গে থাকলে খুব স্পেশ্যাল ফিল করি। একটু ঘুরেও আসলাম, সবমিলিয়ে দাম্পত্য জীবন দুর্দান্ত কাটছে। বাকিটা ওকে জিগ্গেস করো’। বউ সবসময় তাঁকে ‘আন-রোম্যান্টিক’ তকমাই দিয়ে থাকে জানাতে ভুললেন না আদৃত।
ওদিকে আদৃত-কৌশাম্বির বিয়েতে সৌমিতৃষার নিমন্ত্রণ না পাওয়া নিয়ে বিতর্ক থামছে না। এতদিন বিষয়টা ছিল শুধু জল্পনার স্তরে। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠাইরানি নিজের মুখে বলেছেন, ‘ওরা হয়ত নিমন্ত্রণ করতে ভুলে গেছে। হতেই পারে। সবাই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছে। সবাই ব্যস্ত’। বিয়ের শুভেচ্ছাও পাঠানো হয়ে ওঠেনি বলে জানান অভিনেত্রী। ইঙ্গিতে তিনি এও বলেন, নিমন্ত্রণপত্র এলেও তিনি যেতেন এই গ্যারিন্টি নেই। কারণ ভিড় এড়িয়ে চলতেই ভালোবাসেন তিনি। ড্যামেজ কন্ট্রোলে সৌমিতৃষা বলেন, এর আগে ‘কনে বউ’ সিরিয়ালের এক সহ-অভিনেতার বিয়েতে আমন্ত্রিত থাকলেও যেতে ভুলে গিয়েছিলেন তিনি।