'মিত্তির বাড়ি'র হাত ধরে নতুন পথচলা শুরু করেছেন মিঠাই-এর 'উচ্ছেবাবু' অর্থাৎ অভিনেতা আদৃত রায়। এবার মিত্তির বাড়ির বড় ছেলে ধ্রুব মিত্তিরের চরিত্রে ধরা দেবেন আদৃত। এর আগে 'মিঠাই'-এর দৌলতে সাফল্যের উচ্চতায় পৌঁছে গিয়েছেন আদৃত। তাই একই চ্যানেলে শুরু হওয়া আদৃতের নতুন ধারাহিক ঘিরে একটু বেশিই উচ্চাশা তৈরি হয়েছে। সম্প্রতি নতুন ধারাবাহিকের নানান বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা।
‘মিঠাই’-এর খ্যাতিই কি এবার বিড়ম্বনার কারণ? এবিষয়ে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে আদৃত বলেন, 'একেবারেই তা নয়। মিঠাই আমাকে অনেককিছু দিয়েছে।' তাঁর কথায়, মিঠাই শেষ হওয়ার পর বেশ অনেকটা সময় পার হয়েছে। মাঝে তিনি একটা সিনেমাতেও কাজ করে ফেলেছেন, যদিও সেই ছবি আদৌ মুক্তি পাবে কিনা, এখন তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে!
তবে পারিবারিক গল্প তাঁর বরাবরেরই পছন্দের তাই তিনি এই ধারাবাহিকটি করতে রাজি হয়েছেন বলে জানান অভিনেতা। এই ধারাবাহিকে আদৃতের সঙ্গে বহু বর্ষীয়ান অভিনেতারা রয়েছেন, তাঁদের থেকে তিনি অনেক কিছু শিখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আদৃত রায়। সাক্ষাৎকারে সহ-অভিনেত্রী পারিজাত চৌধুরীরও প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন-পরিচালক কাট বলার পরও উনি ঠোঁট ছাড়তেই চাইছিলেন না, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিস্ফোরক সায়নী
'মিত্তির বাড়ি'তে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে আদৃত রায় বলেন, ধারাবাহিকে ধ্রুব-র চরিত্রটি পেশায় একজন উকিল। যিনি কিনা গোছানো একজন মানুষ। তবে ব্যক্তিগত জীবনে আদৃত কতটা গোছানো? এই কথায় তিনি জানান, তাঁকে সেভাবে কোনও দায়িত্ব নিতে হয় না। সবটা তাঁর বাবা ও স্ত্রী কৌশাম্বি সামলে নেন বলে জানান আদৃত। তাঁর কথায়, ‘আমি বাড়ির কাজ তেমন পারি না। ও এবিষয়ে আমায় বাচ্চার মতো সামলায়। ও একা হাতেই অনেককিছু সামলায়।’
এদিকে অভিনেতা জানান, কৌশাম্বিও বিয়ের পরপরই তাঁর মাকে হারিয়েছেন। সেই ঝড় কাটিয়ে উঠতেই অভিনেত্রী দ্রুত কাজে ফিরেছেন বলেও জানান আদৃত। তবে একই চ্যানেলে আদৃত ও কৌশাম্বী দুজনেকই সিরিয়াল চলছে, তাই প্রফেশনাল ক্ষেত্রে TRP নিয়ে টক্কর হবেই। তবে আদৃতের কথায়, ‘ওর সিরিয়াল তো পরপর বেঙ্গল টপার। তবে ও (কৌশাম্বী) আমার লাকি চার্ম। তাই আমি আরও বেশি আত্মবিশ্বাসী।’
অন্যদিকে সম্প্রতি শোনা গিয়েছিল আদৃত-কৌশাম্বীর মধ্যে দূরত্ব বাড়ার খবর। এবিষয়ে অভিনেতার জবাব, আগে এই বিষয়গুলি কৌশাম্বীকে কষ্ট দিত। এখন ও বুঝে গিয়েছে। তাই এসব নিয়ে ও আর কান দেয় না। আমি শুধু বলব, আমরা ভালো আছি, আশা নিয়েই এগোচ্ছি।'