বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit Roy: বিয়েতেই যত্ত ‘সমস্যা’! আটকে পাগল প্রেমীর কাজ, বাধ্য হয়েই ছোটপর্দায় ফিরছেন আদৃত?

Adrit Roy: বিয়েতেই যত্ত ‘সমস্যা’! আটকে পাগল প্রেমীর কাজ, বাধ্য হয়েই ছোটপর্দায় ফিরছেন আদৃত?

বিয়েতেই যত্ত ‘সমস্যা’! আটকে পাগল প্রেমীর কাজ, বাধ্য হয়েই ছোটপর্দায় ফিরছেন আদৃত?

Adrit Roy: মিঠাইয়ের পর আবারও ছোটপর্দায় ফিরছেন আদৃত রায়? টেলিপাড়ায় জোর জল্পনা জি বাংলার আসন্ন এক মেগাতে দেখা মিলবে উচ্ছেবাবুর। 

আচমকাই থমকে গিয়েছে আদৃত রায়ের কেরিয়ার! মিঠাই শেষ হয়েছে এক বছরেরও বেশি সময় পার করেছে। কিন্তু এখনও নতুন কোনও প্রোজেক্টেই দেখা যায়নি তাঁকে। মিঠাইের কাজ শেষ করে বড়পর্দায় কামব্যাকের প্রস্তুতি নিচ্ছিলেন নায়ক। এসভিএফের ব্যানারে'পাগল প্রেমী'র কাজও প্রায় শেষ করে ফেলেছিলেন। এই বছরই মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবির, কিন্তু নায়কের অপেশাদারিত্বের জেরে বেজায় চটেছেন প্রযোজক, খবর ইন্ডাস্ট্রি সূত্রের। 

তাই এই বছর তো দূর অস্ত, পাগল প্রেমী আদেও মুক্তির আলো দেখবে কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে। এর মাঝেই টেলিপাড়ায় জোর চর্চা ছোটপর্দাতে ফিরছেন আদৃত রায়। জি বাংলার আসন্ন এক ধারাবাহিকে নাকি দেখা মিলবে মিঠাই-এর উচ্ছেবাবুর। খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ ক্রিয়েশনের ব্যানারে তৈরি হবে এই মেগা। 

জল্পনা, জি বাংলার সঙ্গেই ফের একবার চুক্তিবদ্ধ হতে পারেন আদৃত। এখনও পাকা কথা হয়নি। তবে কথা এগিয়েছে। কামব্যাকের জল্পনা নিয়ে মুখে কুলুপ নায়কের। এই সিরিয়ালে আদৃতের নায়িকা কে হবেন, তা এখনও জানা যায়নি। তবে আদৃত টেলিভিশনের ফিরলে অনুরাগীরা দারুণ খুশি হবে তা নিশ্চিত। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই স্পিকটি নট আদৃত। 

বড় পর্দাতেই কেরিয়ার শুরু করেছিলেন আদৃত, কিন্তু কাঙ্খিত সাফল্য তো দূর, ফ্লপ হিরোর তকমাই জুটেছিল। তবে মিঠাই ভাগ্য বদলে দেয় আদৃতের। এই সিরিয়ালের সেটেই নতুন করে প্রেমে পড়েন। এবং চলতি বছর মে মাসে কৌশাম্বির সঙ্গে বিয়েটাও সেরে ফেলেছেন অভিনেতা। কিন্তু চর্চা, পাগল প্রেমী মুক্তির আগে নায়কের বিয়ে নিয়ে আপত্তি তুলেছিল প্রযোজনা সংস্থা। বারণ শোনেননি আদৃত। শুধু তাই নয়, একই প্রযোজনা সংস্থার হিন্দি মেগা সিরিয়ালের প্রোমো শ্যুট করার পরেও কাউকে কিছু না জানিয়ে মুম্বই থেকে কলকাতা চলে আসেন আদৃত। এই অপেশাদার মনোভাবকে প্রশয় দিতে না-রাজ প্রযোজনা সংস্থা। সেই কারণেই পাগলপ্রেমীর কাজ থমকে গিয়েছে। যদিও ছবির ৯০% শ্যুটিং শেষ। একটি গান ও হাতেগোনা কয়েকটা দৃশ্য বাকি রয়েছে। 

এই মুহূর্তে জি বাংলা প্রোডাকশনের ‘ফুলকি’ ধারাবাহিকে দেখা মিলছে কৌশাম্বির। বউয়ের সঙ্গে এক মেগা-তে না হলেও অন্তত এক চ্যানলেেই ফিরবেন আদৃত, এই কথা কার্যত পাকা। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.