চুপি চুপি প্রেম করতেন, কাউকে কিচ্ছুটি টের পেতে দেননি আদৃত-কৌশাম্বি। তবে এই মুহূর্তে তাঁরা বিবাহিত দম্পতি। মধুচন্দ্রিমাও সেরে সবে মাত্র শহরে ফিরেছেন ‘আদৃশাম্বি’। হ্য়াঁ, অনুরাগীরা টলিপাড়ার এই লাভবার্ডকে এখন এই নামেই ডাকে। এদিকে বিয়ের পর ২৫ মে ছিল আদৃতের প্রথম জন্মদিন। আর এই দিন অনুরাগীদের দেওয়া কথা মেনে তাঁদের সঙ্গে দেখাও করেন 'নতুন বর'।
এদিকে ছেলের বিয়ের এক মাসও কাটেনি, আদৃতকে সঙ্গে নিয়েই নতুন বউমা কৌশাম্বিকে নিয়ে মুখ খুললেন শ্বশ্বরমশাই। বউমাকে নিয়ে কী বললেন তিনি?
আদৃত বাবা শনিবার Tolly Factzকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ছেলের সঙ্গে কৌশাম্বির সম্পর্ক নিয়ে শুরু থেকেই তাঁর এবং তাঁর স্ত্রী দুজনেরই সম্পতি ছিল। আদৃতের বাবার কথায়, ‘ছেলের বড় হয়েছে ও নিজের পছন্দে বিয়ে করবে, তাতে আমরা বাধা কেনই বা দেব’! বাবা যখন কথা বলছিলেন, ঠিক তখন আদৃত বলে ওঠেন, ‘ও আগে আমার কাছে স্পেশাল ছিল, এখান আমার পুরো পরিবারের কাছে খুব স্পেশাল। ও আসলে আবার বাবার খুব কাছের। হয়ত আমি বাইরে গিয়ে কিছু নিতে ভুলে গেলাম, ও কিন্তু মনে করে সেটা নিয়ে আসে।’
আদৃতের বাবাও তখন বউমা সম্পর্কে বলেন, ‘ও সবসময়ই মেয়ের মতো। ও আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। ওর মধ্যে যে গুণগুলো আছে, সেটা আমার সবসময়ই ভালো লাগে। ও ভীষণ আন্তরিক। জিগ্গেস করে, আঙ্কেল খেয়েছো? আঙ্কেল এটা করেছো, ওটা করেছো? আর এগুলিই তো দরকার। খুব অল্প সময়ের মধ্যেই আমার পরিবার একজন হয়ে উঠেছে।’
বাবাকে নিয়ে অনেক অজানা কথা ফাঁস করেন। বলেন, ‘আমিও আসলে কৌশাম্বির বাবার ফ্যান। উনি আসলে এত সুন্দর আবৃত্তি করেন… যেটা কৌশাম্বিও পেয়েছে, তবে ওর বাবা অসাধারণ। আমিও ওনার থেকে অনেক কিছু শিখতে পারি। যতটা সময় পাই আমরা একসঙ্গে কাটানো চেষ্টা করি। গতকালও (শুক্রবার) উনি আমাদের বিমানবন্দর থেকে আনতে ছুটেছিলেন। রাতে কেক কাটার সময় উনিও আমাদের সঙ্গে ছিলেন। উনিও খুব আন্তরিক। যেগুলো কৌশাম্বির মধ্যেও রয়েছে। ’
এদিন আদৃত অবশ্য কৌশাম্বির কাছ থেকে কী উপহার পেয়েছেন তা অবশ্য এদিন ফাঁস করতে চাননি আদৃত। জন্মদিনে আদৃত জানান, নিজের হাতে রান্না করে খাওয়াবে নতুন বউ। কৌশাম্বির হাতের রান্নার ভূয়সী প্রশংসাও করেন অভিনেতা। বলেন, এতদিন বিয়ে-হানিমুন এসবের চাপে কৌশাম্বির সময় হয়নি নিজে রান্না করে খাওয়ানোর। তবে জন্মদিনের রাতেই বরের প্রিয় খাবার রান্না করেছে 'নতুন বউ' কৌশাম্বিই।