আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছাবা। এই ছবির প্রচারে কিছুদিন আগেই শহর থেকে ঘুরে গিয়েছেন ভিকি কৌশল। জানিয়েছেন এবার আর ১৪ তারিখ প্রেম দিবস নয়, ভ্যালেন্টাইন্স ডে নয়। বরং ছাবা দিবস। আর সেই ছবি নিয়ে যে এবার দর্শকদের মধ্যেও উত্তেজনার পারদ চড়ছে সেটা বোঝা যাচ্ছে। রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে ভিকির ছবির।
আরও পড়ুন: গঙ্গাসাগরে দেখনদারি জৌলুস নেই, তাই কুম্ভ-মুখী সবাই! বিরক্ত সুদীপা বললেন, 'সবটাই এখন হুজুগ...'
আরও পড়ুন: খালি অরিজিতের বাড়িতে আড্ডা নয়, জিয়াগঞ্জের স্থানীয় দোকান থেকে মিষ্টি-লস্যি খেলেন এড শিরান!
ছাবার অ্যাডভান্স বুকিং
ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক ছবি ছাবা আসছে আগামী শুক্রবার। সবে মাত্র দুদিন হল এই ছবিটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ৪৮ ঘণ্টার মধ্যেই প্রায় ২ লাখ টিকিট বিক্রি হয়েছে ছবিটির। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার বিকেল পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। ফলে ভারতে এখনও পর্যন্ত ছবিটি মুক্তি পাওয়ার আগেই ৫ কোটি ৪ লাখ টাকা আয় করে ফেলেছে। এখনও হাতে ৩ দিন আছে, ফলে অ্যাডভান্স বুকিংয়েই যে ছবিটি বেশ অনেকটা আয় করবে সেটা বলাই যায়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করার জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা। বাদ যায়নি ঘোড়া চালানোও। শুধুই কি তাই? কানে ফুটো পর্যন্ত করান তিনি। ছাবা ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর বলাই বাহুল্য তিনি তাতে নজর কেড়েছেন। আর স্বাভাবিক ভাবেই সেই কারণেই এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
কলকাতায় এসে কী বলেছেন ভিকি?
কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন ভিকি ছাবা ছবিটির প্রচারে। সেখানেই তিনি বলেন, 'নমস্কার কলকাতা। কেমন আছে? আমার সিনেমা আসছে, ছাবা। তাড়াতাড়ি যান পরিবার আর...' বলে ভুলে যান কী বলতে হবে। জেনে নিয়ে ফের বলেন, ‘বন্ধুদের নিয়ে। কারণ, এই বছর ভ্যালেন্টাইন্স ডে না। ছাবা দিবস আসছে। ঠিক না?’
ছাবা প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দেবেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলবে অক্ষয় খান্নার।