প্রায় ১৭ বছর পর আবার কান চলচ্চিত্র উৎসবে হাজির প্রীতি জিন্টা। বুধবার ফ্রেঞ্চ রিভেরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। তারপর, আজ সেখান থেকে স্যোশাল মিডিয়ায় তিনি শেয়ার করে নেন তাঁর 'কান'-এর প্রথম লুক। যদিও এখনও নায়িকাকে লাল গালিচায় দেখা যায়নি।
২৪ মে শুক্রবার অর্থাৎ আজ কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার আগে সোশ্যাল মিডিয়ায় প্রীতির প্রথম রেড কার্পেট লুকের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে, নায়িকার পরনে ছিল একটি মুক্তোর মতো ঝলমলে সাদা গাউন। সঙ্গে মানানসই মুক্তোর কানের দুল ও খোঁপায় স্নিগ্ধ প্রীতি, নদীর ধারে দাঁড়িয়ে ভিডিয়োর জন্য পোজ দেন।
আরও পড়ুন: ‘পার্টনারের ফোন চেক করি এখনও…’ কেন এমন করেন জাহ্নবী? জানালেন নিজেই
অভিনেত্রী বর্তমানে 'লাহোর ১৯৪৭'- এর শ্যুটিং করছেন এবং সেই কারণেই আজ তিনি 'কান'-এ। আর একটু ভালো করে বললে, চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে পিয়েরে অ্যাঞ্জেনিউজ পুরস্কার দিতেই তিনি উপস্থিত হয়েছেন এই চলচ্চিত্র উৎসবে। তিনি সন্তোষের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন। তাঁর ক্যারিয়ারের শুরু হয়ে ছিল সন্তোষের সঙ্গে, 'দিল সে'-এর হাত ধরে। শিবন 'লাহোর ১৯৪৭'- এরও সিনেমাটোগ্রাফার। এই ছবিতে প্রীতিকে সানি দেওলের সঙ্গে দেখা যাবে।
আরও পড়ুন: সাদা-কালোয় নজরকাড়া 'বিব্বোজান'! Cannes-এর মঞ্চে চমক দিলেন অদিতি
কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডিডি ইন্ডিয়ারকে একটি সাক্ষাৎকারে প্রীতি সন্তোষের প্রতিভা কথা বলতে গিয়ে তাঁর স্মৃতির ঝাঁপি উপুড় করে দেন। নায়িকা জানান, তাকে 'দিল সে'-এতে যে সুন্দর দেখতে লাগছিল অনেকটা ক্রেডিট সন্তোষের কারণ ছবির পরিচালক মণিরত্নম নায়িকাকে নো-মেকআপ লুকে ছবিতে চেয়েছিলেন। 'জিয়া জ্বলে' গানের শ্যুটিংয়ের সময় সন্তোষ তাঁর কতখানি যত্ন নিয়েছিলেন সে কথাও জানান তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রীতি বলেন, “যখন আমরা কেরালায় শ্যুটিং করছিলাম, তখন গানটি শ্যুটের সময় একটু হালকা বৃষ্টি হয়েছিল। সেটা চোখে দেখা যাচ্ছিল না তবে অনুভব করা যাচ্ছিল। আর চারদিন সেই বৃষ্টিতে ভিজে আমার গায়ে ব্যাথা হয়ে গিয়েছিল, জ্বর এসে গিয়েছিল, আমি অসুস্থ বোধ করছিলাম। তখন সন্তোষ এসে আমাকে রসম এনে দিয়ে বলে 'এটা খাও, গরম.' ওঁ সত্যিই খুব মিষ্টি। সেই সময় আমার যা যত্ন নিয়েছিলেন।"
প্রসঙ্গত, প্রীতি ২০০৬ সালে কানে আত্মপ্রকাশ করেছিলেন। তারপরের বছর অর্থাৎ ২০০৭তেও অভিনেত্রীকে কান চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছিল। তারপর আজ ১৭ বছর পর ২০২৪-এ ৭৭ তম কান ফিল্ম ফ্যাস্টিভেলে তিনি আবারও উপস্থিত হয়েছেন।