বাংলা নিউজ > বায়োস্কোপ > ৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ

৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ

'রামায়ণ: দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম'-এর একটি দৃশ্য

হিন্দি, ইংরেজি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে 'রামায়ণ: দ্য লেজেন্ড অব প্রিন্স রাম'। টিজার এবং পোস্টার গিক পিকচার্স ইন্ডিয়া ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে। কবে মুক্তি পাবে ছবিটি? দেখে নিন।

হিন্দি, ইংরেজি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে 'রামায়ণ: দ্য লেজেন্ড অব প্রিন্স রাম'। টিজার এবং পোস্টার গিক পিকচার্স ইন্ডিয়া ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে। ‘বাহুবলী’, ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার সব ছবির জন্য পরিচিত কিংবদন্তি চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ এই ভারতীয় সংস্করণটির অনুবাদে সহায়তা করেছেন। ছবিটি চলতি বছরের ১৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে।

'রামায়ণ: দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম'-এর সম্পর্কে

‘রামায়ণ: দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম’ একটি জাপানি ভারতীয় অ্যানিমেটেড ছবি। এতে ভারতের মহাকাব্য 'রামায়ণ'-এর কাহিনি ফুটে উঠেছে। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন জাপানের যুগো সাকো এবং ভারতের রাম মোহন। উভয় দেশের অ্যানিমেশন শৈলীর মিশ্রণে এই ছবি তৈরি হয়েছিল। ছবিতে বিষ্ণুর অবতার রামের তাঁর স্ত্রী সীতাকে উদ্ধার করা ও  রাক্ষস রাজ রাবণকে বধের গল্প ফুটে উঠেছিল।

আরও পড়ুন: ১০ বছর পর ভারতে মুক্তি পাচ্ছে পাক ছবি! ফাওয়াদ-মাহিরাদের উপর নিষেধাজ্ঞা কি উঠল?

রামের বনবাস থেকে শুরু করে বারণের সীতাহরণ, হনুমানের ভক্তি এবং রাম ও রাবণের মধ্যে চূড়ান্ত যুদ্ধ অর্থাৎ রামায়ণের প্রধান প্রধান সব উপাদানগুলিকে এই ছবিতে তুলে ধরা হয়েছিল। এর প্রাণবন্ত অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড স্কোর, সঙ্গে মহাকাব্যটির নিখুঁত চিত্রায়ন এটিকে আরও সুন্দর করে তুলেছিল। এটি হিন্দু মহাকাব্যের উপর ভিত্তি করে তৈরি করা প্রথম সারির অ্যানিমেটেড ছবিগুলির মধ্যে অন্যতম। কয়েক দশক আগে তৈরি হাতে আঁকা এই অ্যানিমেট হওয়া সত্ত্বেও এর গল্প বলা ভঙ্গি ও ভিজ্যুয়াল এফেক্ট একে আরও চিত্তাকর্ষক করে তুলেছে। 

তাছাড়াও এই ক্রস-কালচারাল কোলাবোরেশন জন্য এই রামায়ণ ভিত্তিক অ্যানিমেটেড ছবিটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে যায় এবং প্রশংসিত হয়। তাঁর পাশাপাশি ভারতীয় মহাকাব্যের সঙ্গেও বিশ্ববাসীর পরিচয় ঘটে। তবে এটি ভারতে বিতর্কের মুখোমুখি হয়েছিল, ধর্মীয় গোষ্ঠীগুলি বিদেশী চলচ্চিত্র নির্মাতাদের তৈরি মহাকাব্যটি কীভাবে চিত্রিত হয়েছিল তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তা সত্ত্বেও, এটি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অ্যানিমেটেড ছবি হিসেবে সকলের মন কেড়ে নেয়।

আরও পড়ুন: নতুন প্রেমের জল্পনার মাঝেই সুখবর দিলেন অনন্যা পান্ডে, আসছে ‘কল মি বে ২’

গত বছর ওম রাউতের 'আদিপুরুষ' মুক্তির পর ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছিল এই ছবিটি নিয়ে। ইংরেজি সংস্করণটিতে রামের কণ্ঠ দিয়েছিলেন ব্রায়ান ক্র্যানস্টন এবং রাবণের কণ্ঠ দিয়েছিলেন জেমস আর্ল জোন্স। হিন্দি সংস্করণে রামের কণ্ঠ দিয়েছিলেন অরুণ গোভিল এবং রাবণের কণ্ঠ দিয়েছিলেন অমরীশ পুরী।

শারদীয়া দুর্গাপুজোকে অনেকেই অকাল বোধনও বলেন। এই অকাল বোধন করেছিলেন রাম। অন্যদিকে, অবাঙালীরা এই সময় দশেরা পালন করেন। তাছাড়াও রামায়ণ মতে দীপাবলিতেই নাকি ১৪ বছরের বনবাস শেষ করে রাম অযোধ্যায় ফিরেছিলেন। তাই এইসব কথা মাথায় রেখে ১৮ অক্টোবর দিনটিকে প্রেক্ষাগৃহে মুক্তির দিন হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা।  গিক পিকচার্স ইন্ডিয়া, এএ ফিল্মস এবং এক্সেল এন্টারটেইনমেন্ট সারা ভারত জুড়ে এই সিনেমার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.