গত ৩ ডিসেম্বর আমেরিকার একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়ে দেয় আলিয়া ফাকরি। এই ঘটনায় আলিয়ার প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস (৩৫), ও তাঁর বান্ধবী আনান্তাসিয়ার (৩৩) মৃত্যু হয়। আলিয়ার এই গ্রেফতারির কথা শুনে ঠিক কী বললেন আলিয়ার বন্ধুরা?
জেকবস এবং আলিয়া দুজনেই বন্ধু ছিলেন। স্বাভাবিকভাবেই সেই বন্ধুর গ্রুপের অন্যান্য বন্ধুরা আলিয়া এবং জেকবসকে ভীষণ ভালোভাবেই চিনতেন। তবে আলিয়া যে আগুন লাগিয়েছে, তা মানতে নারাজ আলিয়ার বন্ধুরা।
আরও পড়ুন: মার্ডার কেসে বোন গ্রেফতার হতেই মুখ খুললেন নার্গিস! লিখলেন, ‘আমরা আসছি…’
আরও পড়ুন: অবসাদে ভুগছেন বাবিল! ইরফানের-স্ত্রী সুতপা জানালেন, 'বারবার ওকে এভাবে...'
সম্প্রতি Ndtv- দেওয়া একটি সাক্ষাৎকারে নাম প্রকাশের অনিচ্ছুক আলিয়ার বন্ধুরা বলেন, ‘আলিয়া এই কাজটি করতে পারে ভাবতেই পারছি না। ও একজন ভীষণ ভালো মানুষ, আবেগপ্রবণ। আলিয়া জেকবসকে ভীষণ ভালোবাসত, এমন কাজ ও কিছুতেই করতে পারে না। তবে ওদের সম্পর্ক বেশ কিছুদিন আগেই শেষ হয়ে যায়, তবে তার জন্য আলিয়া এমন কোনও পদক্ষেপ নেবে না।’
সূত্র থেকে জানা যায়, মৃত জেকবস ওই গ্যারেজে আরও কয়েকজনের সঙ্গে থাকতেন কিন্তু বাকিরা প্রাণ বাঁচাতে সক্ষম হয়। জেকবস ঐ গ্যারেজে প্লাম্বার হিসেবে কাজ করতেন। ঐদিন রাতে আলিয়াকে জেকবসের বাড়ির সামনে ‘আপনারা সবাই আজ মারা যাবেন’ বলতেও শোনা যায়। যদিও প্রতিবেশীদের মত অনুযায়ী, আলিয়াকে ঘটনার দুদিন আগে শেষ দেখা গিয়েছিল ওই গ্যারেজের সামনে।
আরও পড়ুন: হৃতিকের পরিবারের অন্দরের কথা এবার ওয়েব মাধ্যমে! আসছে দ্য রোশনস, দেখা যাবে কোথায়?
আলিয়ার বন্ধুদের থেকে পাওয়া খবর অনুযায়ী, আলিয়া এবং নার্গিসের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো ছিল, যদিও নার্গিস এই কথাটি নস্যাৎ করে দেন। অন্যদিকে আলিয়ার মা মেয়েকে নির্দোষ বলে দাবি করেন। আলিয়া একজন দায়িত্ববান এবং নরম মনের মানুষ বলেই দাবি করেন আলিয়ার মা।
তবে সংবাদ মাধ্যমের তরফ থেকে আলিয়ার মা এবং নার্গিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। আলিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাবাস হতে পারে আলিয়ার।