মুম্বইয়ে সম্পত্তি এখন বহুমূল্য। মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে। তবে মুম্বইয়ের পাশাপাশি আরব সাগর সংলগ্ন শহর আলিবাগেও এখন ধীরে ধীরে বসতি গড়ে উঠছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং সহ অনেক তারকাই আলিবাগে সম্পত্তি কিনে ফেলেছেন। আর এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী কৃতি শ্যানন।
জানা যাচ্ছে, কৃতি শ্যানন অবশ্য বহুদিন ধরেই নিজের সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছেন। এবার আলিবাগে ২০০০ স্কোয়ার ফিটের জমি কিনলেন কৃতি।
নিজের বিনিয়োগের বিষয়ে কথা বলতে গিয়ে, কৃতি শ্যানন একটা বিবৃতিতে বলেন, ‘আমি এখন অভিনন্দন লোধা’র, আলিবাগের উন্নয়নমূলক প্রকল্প সোল দে আলিবাগ-এর একজন গর্বিত এবং সুখী জমির মালিক। আমার নিজের জমি কেনার ইচ্ছে ছিল, ঠিক তখনই কিছুক্ষণ আমি আলিবাগের দিকে তাকিয়েছিলাম। আমি যা খুঁজছিলাম তা সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা ছিল। আমি শান্তি আর গোপনীয়তা চেয়েছিলাম। আমার পোর্টফোলিওতে এটা একটা দুর্দান্ত বিনিয়োগ! এমনকি আমার বাবাও এই বিনিয়োগে খুশি হয়েছে। এই জমিটা রয়েছে মান্ডওয়া জেটি থেকে ২০ মিনিটেরও কম দূরে, ঠিক আলিবাগের কেন্দ্রস্থলে, তাই এই সুযোগটি হাতছাড়া করিনি৷ আমি যে বিষয়টিতে সবচেয়ে খুশি তা হল HoABL আমার জন্য জমি কেনার প্রক্রিয়া অনেক সহজ করে দিয়েছে। আলিবাগে বিনিয়োগের থেকে আর ভালো কী হতে পারে!'
প্রসঙ্গত, কৃতি এখন আলিবাগে অমিতাভ বচ্চনের প্রতিবেশী হবেন। এপ্রিল মাসে একই প্রকল্পে বিনিয়োগ করেছিলেন বিগ বি। একই পাড়ায় তিনি ১০০০০ বর্গফুটের একটা জমি কিনেছিলেন। আলিবাগে বিনিয়োগ করার আগে কৃতি ব্যাঙ্গালোরে একটা বাণিজ্যিক জায়গা এবং গোয়াতে একটা ভিলায় বিনিয়োগ করেছেন।
শুধু অমিতাভ বচ্চন, কৃতি স্যাননই নয়, শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরিও আলিবাগে একটা হলিডে হোমের মালিক, যা ২০,০০০ বর্গ মিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। যেটা কিনা সপ্তাহান্তে শহর থেকে দূরে একটা আরামদায়কও অন্তরঙ্গ পার্টির জন্য উপযুক্ত পরিবেশ। শাহরুখের সেই বাংলোটির মূল্য ১৫কোটি টাকা। যার সঙ্গে একটা পুল এবং অসংখ্য আউটডোর স্পেস রয়েছে। এমনকি শাহরুখ কন্যা সুহানাও এমনকি তাঁর অভিনয়ে আত্মপ্রকাশের আগে, আলিবাগে ১.৫ একর জুড়ে একটা কৃষিজমি কিনেছেন, যার জন্য সুহানা বিনিয়োগ করে ১২.৯১ কোটি টাকা। সুহানার সেই কৃষি জমিটি রয়েছে, আলিবাগ শহরের কেন্দ্র থেকে ১২ মিনিটের দূরত্বে।
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও আলিবাগে একটা প্রাসাদোপম সমুদ্রমুখী বাংলোর মালিক। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, দীপবীর জুটি ২০২১ সালে ২২ কোটি টাকায় আলিবাগে ওই বাংলোটি কিনেছিলেন।