বাংলা নিউজ > বায়োস্কোপ > Youtuber 2 wives: আরমান মালিকের পর আরেক ইউটিউবারের ২ স্ত্রী, কে এই সানি রাজপুত, কেন করেন ২ বিয়ে?

Youtuber 2 wives: আরমান মালিকের পর আরেক ইউটিউবারের ২ স্ত্রী, কে এই সানি রাজপুত, কেন করেন ২ বিয়ে?

আরমান মালিকের পর দুই স্ত্রীর সঙ্গে ভিডিয়ো বানাচ্ছেন ইউটিউবার সানি রাজপুত।

ইউটিউবার সানি রাজপুত তাঁর দুই স্ত্রী রূপ ও মানসী রাজপুতের সঙ্গে ভিডিয়ো বানানো শুরু করেছেন। যা দেখে অনেকেই আরমান-পায়েল-কৃতিকার সঙ্গে তুলনা টানা শুরু করেছেন। 

জনপ্রিয় ইউটিউবার আরমান মালিকের পর, দুই স্ত্রী থাকা আরেক ইউটিউবার এখন সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। ইউটিউবারটির নাম সানি রাজপুত। দুই স্ত্রীকে নিয়ে তাঁর ব্যক্তিগত জীবনের ভিডিয়ো আজকাল প্রায়শই ভাইরাল হয়। সানির দুই স্ত্রীর নাম রূপ রাজপুত ও মানসী রাজপুত। যদিও তিনি দুই স্ত্রী থাকার জন্য ট্রোলড হন, তবুও নির্বিকার থাকেন। এবং তার ব্যক্তিগত জীবনের ভিডিয়ো আপলোড করতে থাকেন।

সানির ইউটিউব চ্যানেলের নাম ‘সানি ফ্যামিলি’। ইউটিউবে তাঁর ২২৭,০০০ হাজার ফলোয়ার্স রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ২১৬,০০০ এর উপর। নিজেকে পরিচয় দেন কনটেন্ট ক্রিয়েটার হিসেবে।

আরও পড়ুন: ‘মামেরু’তে রাধিকা-অনন্তকে আশীর্বাদ নীতা আম্বানির মায়ের! চিনে নিন পূর্ণিমা দালালকে

তার স্ত্রী রূপ এবং মানসী উভয়ের ইনস্টাগ্রামেও হাজার হাজার ফলোয়ার্স রয়েছে। সানি জানিয়েছিলেন, রূপ তাঁর প্রথম স্ত্রী। যার সঙ্গে প্রেম স্কুলে থাকাকালীন। ৮ বছরের সম্পর্কের পর কলেজে থাকাকালীন করেন বিয়ের পরিকল্পনা। তবে রূপ আর সানির বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পরিবার। দুজনের জাত আলাদা হওয়ায়, উঠেছিল আপত্তি। যাতে বিয়ে না করার সিদ্ধান্ত নেন রূপ আর সানি। দুজনেই একে-অপরকে ছাড়া ছিলেন খুব কষ্টে।

আরও পড়ুন: শুভ বিবাহ শুরুতেই হিট! রদবদল টিআরপি চার্টে,নিম ফুলের মধু কি পারল ফুলকিকে হারিয়ে টপার হতে?

এই সময় কলেজের আরেক সহপাঠী মানসীর সঙ্গে পরিচয় বাড়ে সানির। রূপের ব্যাপারেই প্রথমদিকে বলতেন কথা। তবে এরপর ভালোবেসে ফেলেন একে-অপরকে। প্রোপোজ করেন। ঠিক করেন, বিয়েও করবেন। আর প্রেম করে সময় নষ্ট করবেন না। এরপর আর কোনও আপত্তি আসেনি কারও পরিবারের তরফ থেকে। দুই পরিবারই মত দেয় সানি ও মানসীর বিয়েতে।

আরও পড়ুন: ‘আমি খুঁজি…’! এখন আরও সুন্দরী, কাঞ্চন-শ্রীময়ীর হানিমুনের মাঝে কি ইঙ্গিত পিঙ্কির

এদিকে সানি-মানসীর বিয়ের খবর শুনে, রূপ রেগে চলে আসেন সামনে। ঝগড়া থেকে হাতাহাতি লেগে যায়। কলেজে আসে পুলিশ। উঠিয়ে নিয়ে যায় রূপ আর সানিকে। এরপর দুজনের আইনি বিয়েও হয়ে যায়। মানসীকে এরপর সানি জানায়, তাঁর যেহেতু রূপের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে তাই আর যোগাযোগ রাখবেন না একে-অপরের সঙ্গে।

এরপর সানির মতে, তিনি অনেক চেষ্টা করেছিলেন মানসীকে ছাড়া থাকতে। কিন্তু পারেননি। এক বছর, দুই বছর চেষ্টা করেন। রূপের সঙ্গে বাচ্চাও নেন। তবুও মানসীকে ছাড়া থাকতে পারছিলেন না। মানসী আর সানি কথা বলতেন ফোনে, যোগাযোগ রাখতেন। বরকে এভাবে দেখতে পারেননি রূপ। তাই তিনি মানসীকে দ্বিতীয় বিয়ে করায় মত দিয়ে দেন।

সানি বলেন, ‘রূপ আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি মানসীকে বিয়ে করে আমাকে ছেড়ে দেবে? তাতে আমি বলেছিলাম, ছাড়ার হলে তো এতদিনে পালিয়েই চলে যেতাম। আমি তোমাদের কাওকে ছাড়াই থাকতে পারব না। এরপর মানসীকে আমরা জিজ্ঞেস করেছিলাম, ও আমাদের পরিবারে, মানে আমার-রূপ আর আমাদের সন্তানের সঙ্গে থাকতে পারবেন কি না! তাতে মানসী হ্যাঁ করে দেয়।’

সানি রাজপুত জানালেন, আপাতত তাঁদের ৩জনের পরিবারের কেউই আর যোগাযোগ রাখেন না আর। আশেপাশের লোকেরা অনেক সমস্যা তৈরি করেছিলেন। এই নিয়ে বিরক্ত হয়ে একটি ভিডিয়ো দিয়েছিলেন সোশ্যালে। সেটি ভাইরাল হতেই, ইউটিউবে ভিডিয়ো বানানোর সিদ্ধান্ত নেন। সানি মানতে রাজি নন, আরমান-পায়েল-কৃতিকা মালিককে দেখে তিনি ভিডিয়ো বানানো শুরু করেছেন।

বায়োস্কোপ খবর

Latest News

পিয়ানো-গানে প্রতিবাদের ভাষা! কালো জামা, মাথায় ফিতে, মেয়ের ভিডিয়ো শেয়ার সুদীপ্তার ‘নিজের জন্য রুখে দাঁড়াতে হয়…’, অহংকারী বলে অপমান! অনন্যাকে কড়া জবাব সিদ্ধান্তের সন্দীপের তালাবন্ধ পৈত্রিক বাড়িতে ED, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাবা-মা কোথায় আরজি কর-এ বোমাতঙ্ক! পরিত্যক্ত ব্যাগ ঘিরে উঠছে প্রশ্ন, ছুটল বম্ব স্কোয়াড আরজি কর কাণ্ডে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই, চলছে জেরা-তল্লাশি সত্তরোর্ধ্বদের জন্য বিনামূল্যে চিকিৎসা, কেন্দ্রের এই উদ্যোগে কী কী সুবিধা Duleep Trophy 2024: ২ বল খেলেই মাঠ ছাড়লেন! রুতুরাজের চোট নিয়ে তৈরি হয়েছে জটিলতা ওপেনএআই 12,59,651 কোটি টাকার বিশাল মূল্যায়নে তহবিল সংগ্রহের জন্য আলোচনায় রয়েছে ‘একটু নেশা করে ফেলেছিলাম, বুঝতে পারিনি… ’, বিচারকের আবাসনে হানায় ধৃত খুলল মুখ শ্রেয়া ঘোষালের গানে বিদেশের মাটিতে জমিয়ে নাচ ভারতীয়র, কী করলেন বিদেশি দর্শকরা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.