বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunny Leone: ‘তিন দিনের মধ্যে ভিডিয়ো সরান’, সানি লিওনকে ‘হুমকি’ বিজেপি মন্ত্রীর,তারপর যা ঘটল…

Sunny Leone: ‘তিন দিনের মধ্যে ভিডিয়ো সরান’, সানি লিওনকে ‘হুমকি’ বিজেপি মন্ত্রীর,তারপর যা ঘটল…

সানি লিওন (ছবি-ইউটিউব)

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রার হুমকির পরেই সানির ‘মধুবন’ গানের কথা পালটে দেওয়ার সিদ্ধান্তের কথা জানাল মিউজিক লেবেল সারেগামাপা। 

নতুন মিউজিক ভিডিয়ো ‘মধুবন’-এর জেরে রোষের মুখে সানি লিওন। যৌন আবেদনময়ী ভঙ্গিতে এই গানেও ঝড় তুলেছেন সানি। কিন্তু গানের লিরিকস নিয়েই যত সমস্যা! ‘মধুবন মে রাধিকা নাচে’, গানের কথার সঙ্গে মিউজিক ভিডিয়োর দৃশ্যায়ন, সানির পোশাক- সব নিয়েই সমস্যা নেটিজেনদের একটা বড় অংশের। শুরু থেকেই এই মিউজিক ভিডিয়ো নিয়ে আপত্তি জানাচ্ছিলেন তাঁরা। পরোক্ষভাবে এই গান হিন্দু ধর্মীয় ভাবাগেবে আঘাত এনেছে এমন অভিযোগ উঠছিল। আর এই গোটা বিতর্ক নতুন মোড় নেয় মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নরোত্তম মিশ্রর মন্তব্যের জেরে। এই বিজেপি মন্ত্রী স্পষ্ট জানান, আগামী তিন দিনের মধ্যে ইউটিউব থেকে ওই নাচের ভিডিও তুলে নিতে হবে। নতুবা আইনি পদক্ষেপ নেবেন তিনি।

স্বল্প বস্ত্রে আইটেম গানে সানির নাচ শ্রী রাধিকার সংস্কৃতিকে খাটো করেছে বলেই নরোত্তম মিশ্র মনে করছেন। এরপরই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল এই গানের নির্মাতারা। মিউজিক লেবেল সারেগামাপা-র তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই গানের কথা পরিবর্তন করা হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে এই মিউজিক লেবেল জানায়, ‘দর্শকদের তরফে মেলা প্রতিক্রিয়া এবং সবার ভাবাবেগের কথায় মাথায় রেখে আমরা এই গানের কথায় পরিবর্তন আনব এবং অবশ্যই গানের নামও বদলে দেওয়া হবে’। আরও বলা হয়, ‘বিতর্কিত গানের বদলে নতুন গানটা সব প্ল্যাটফর্মেই আগামি তিন দিনের মধ্যেই নিয়ে হাজির করব আমরা’।

এর আগে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে বিতর্কিত মঙ্গলসূত্রের বিজ্ঞাপন তুলে নিয়ে ‘বাধ্য’ করেছিলেন নরোত্তম মিশ্রি। এবার সানির গান নিয়ে তাঁর বক্তব্যের কয়েকঘন্টার মধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে এল মিউজিক লেবেল, তবে এই সিদ্ধান্ত সবার ভাবাবেগের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে কোনও চাপে নয় তা জানিয়েছে সারেগামাপা। 

মধ্যপ্রদেশের মন্ত্রী জানান, ‘কিছু বিধর্মী মানুষ আছেন যাঁরা নিয়মিত হিন্দু ধর্মের অপমান করে চলেছেন। এই ভিডিয়ো মধুবনমে রাধিকা নাচেও তেমনই একটা প্রয়াস। আমি সানি লিওনজি, শারিব-তোশিজি-কে সচেতন করছি যে আপনারা বুঝে যান। আপনারা যদি এই গান তিন দিনের মধ্যে না সরান এবং ক্ষমা না চান তবে এই নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে’। 

এই গানটি রিক্রিয়েট করেছেন শারিব-তোশি, ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটি গেয়েছে কনিকা কাপুর। ১৯৬০ সালে মুক্তি পাওয়া ‘কোহিনূর’ ছবির গানের রিমেক এটি, যা গেয়েছিলেন মহম্মদ রফি।

গান জুড়ে স্বল্প বসনা সানিকে দেখে শুরু থেকেই চোখ কপালে নেটিজেনদের। অভিনেত্রীর থাই স্লিট পোশাক, উন্মুক্ত বক্ষযুগল নিয়ে এই গানে নাচ মোটেই ভালো চোখে দেখছে না নেটিজেনদের একটা বড় অংশ। শুধু নরোত্তম মিশ্রই নন, অখিল ভারতীয় তীর্থ পুরোহিত মহাসভার জাকীয় অধ্যক্ষ মহেশ পাঠকও জানান, এই ভিডিয়ো ‘ব্রজভূমির সম্মানহানি করেছে’। 

বায়োস্কোপ খবর

Latest News

ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.