এক দশক পর শাহরুখ খানের হাতে উঠল আইপিএল ট্রফি। কলকাতা নাইট রাইডার্সের IPL জয়ের আনন্দে মাতোয়ারা তিলোত্তমা। সদ্য সমাপ্ত আইপিএলে যোগ্যতম দল হিসাবে শিরোপা জিতলেন শ্রেয়স আইয়ার-সুনীল নারানরা। সোশ্যাল মিডিয়া আবেগে বানভাসি। কেউ কেউ তো এমনটাও বলছেন সান রাইজার্স হায়দরাবাদকে বধ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হারের জ্বালা (প্য়াট কামিন্স যেহেতু অধিনায়ক) খানিকটা লাঘব করেছেন শ্রেয়সরা। আরও পড়ুন-কেকেআর জিততেই ছেলেমেয়েদের জড়িয়ে কান্না শাহরুখের! ‘এবার খুশি তো?’ বাবাকে বলল সুহানা
কেকেআর জিততেই সোশ্য়াল মিডিয়ায় উচ্ছ্বাস জাহির করেছেন টলিউডের ‘মন্টু পাইলট’। অভিনেতা সৌরভ দাস ক্রিকেট তথা কেকেআরের অন্ধ ভক্ত। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা গেল, ‘টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে না পাঠিয়ে বেঙ্গলকে পাঠানো হোক’!
সৌরভ বলেন, ‘একটা ছোট্ট পর্যবেক্ষণ, এই বছর ক্রিকেটটা হল কলকাতার। ISPL টুর্নামেন্টে জিতেছে টাইগার্স অফ কলকাতা। সিসিএল জিতেছে বেঙ্গল টাইগার্স। আর অবশ্যই আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। আমার মনে হয় তোমরা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে না পাঠিয়ে বেঙ্গল টিমকে পাঠাতে আমার মনে হয় জিতে যেত।’ এরপর সকলকে সতর্ক করেন সৌরভ বলেন, ‘আমি এটা মজা করেই বলছি কেউ সিরিয়াসলি নেবেন না’।
যিশুর নেতৃত্বে সিসিএল জয়ী বেঙ্গল টাইগার্স টিমের অন্যতম সদস্য সৌরভ দাস। ক্রিকেটের ২২ গজে সেলেব্রিটি ক্রিকেট লিগে তাঁর কামাল দেখেছে সকলেই। সৌরভের এই মজার মন্তব্য নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকেই বলেন, ‘ঠিকই বলেছো’। ১০ বছরের বেশি সময় ধরে টিম ইন্ডিয়ার ঝুলিতে নেই কোনও আইসিসি ট্রফি। আগামী মাসে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে উদ্বিগ্ন ফ্যানেরা।
বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন ঋষভ পন্ত, রোহিত শর্মারা। সৌরভ দাসের ভিডিয়োর কমেন্ট বক্সে অনেকেই তাঁকে মনে করিয়েছেন, বিশ্বকাপে কেকেআরের কোনও ভারতীয় তারকাই জায়গা পাননি, রিঙ্কু সিং ছাড়া। রিঙ্কুও রয়েছেন রিজার্ভ বেঞ্চে।
কেউ আবার বলেছেন কেকেআরের ফাইনাল জয়ের হিরো মিচেল স্টার্কের মুখোমুখি হতে হবে বিরাট-রোহিতদের। সেখানে কেকেআর তারকা এক ইঞ্চিও জমি ছেড়ে দেবেন না। আগামী ৫ই জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে মেন ইন ব্লু। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ভারতীয় ভক্তরা অবশ্য় তাকিয়ে রয়েছে ৯ই জুনের দিকে। ওইদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।