বাতাসে বসন্তের ছোঁয়া, ক্যালেন্ডারের মাসটা ফেব্রুয়ারি। প্রেমের কোনও বিশেষ দিনক্ষণ না থাকলেও ফেব্রুয়ারি অনেকের কাছেই প্রেমের মাস। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহের উদযাপনও। আর কয়েক দিন পড়ই ভ্যালেন্টাইন’স ডে। আর এই ভালোবাসার মরশুমেই নিজের মনে মানুষের খোঁজ দিলেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়।
২০১২ সালে দেবলীনা দত্তের সঙ্গে সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তথাগত মুখোপাধ্যায়। এটা ছিল তথাগতর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন। পোষ্যদের নিয়ে ভরা সংসার ছিল তথাগত-দেবলীনার। তবে ২০২১ সালের শেষের দিকে ভাঙন ধরে তাঁদের সম্পর্কে। আর তাঁদের এই বিচ্ছেদকে কেন্দ্র করে বারবার কারণ হিসেবে উঠে আসে বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম। বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় জোর চর্চা। যদিও তাঁরা বরাবরই বলে এসেছেন তাঁরা একে অপরের ভালো বন্ধু।
আরও পড়ুন: ‘আমরা এই ব্যাপারে…’, তথাগতর সঙ্গে হয়নি ডিভোর্স, সৌম্যর সঙ্গে প্রেম করছেন দেবলীনা? এল জবাব
তবে এখনও তথাগতর সঙ্গে আইনি ভাবে বিচ্ছেদ হয়নি দেবলীনার তার মাঝেই শোনা যাচ্ছে ফের নাকি প্রেমে পড়েছেন তথাগত! কিন্তু সত্যি কি প্রেম করছেন তিনি? ‘এই সময় অনলাইন’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন তথাগত। তিনি বলেন, ‘মিথ্যে নয়। তবে তাঁর নাম, পরিচয় এখনই খোলসা করে বলছি না। সময় হলে নিজেই জানাবো।’
তবে তাঁর সম্পর্কের বয়স মাত্র মাস দুয়েক। তথাগত খোলসা না করলেও গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর সেই নতুন প্রেমিকা ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তবে শুধুই প্রেম, নাকি তথাগত নতুন করে জীবন সাজানোর কথা ভাবছেন? এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বিষয়টা বেশ সিরিয়াস। আপাতত শুধু এটুকুই বলব।’
আরও পড়ুন: রাজেশ খান্নার নাতনি নওমিকার বলিউড অভিষেক! বিপরীতে থাকবেন বিগ বির নাতি অগস্ত্য?
প্রসঙ্গত, বর্তমানে তথাগতর দ্বিতীয় স্ত্রী দেবলীনা প্রসঙ্গেও একটা গুঞ্জন ভীষণ ভাবে শোনা যাচ্ছিল। শোনা গিয়েছিল তিনি আর সৌম্য বন্দ্যোপাধ্যায় নাকি একে অপরের প্রেমে পড়েছেন। এই প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলাকে দেবলীনা বলেছিলেন, ‘আমিও শুনি নানা রকম। এর মধ্যেই শুনেছিলাম আমি আর সৌম নাকি আগে বিয়ে করে ফেলেছি, তারপর আবার লিভ ইন করছি। মানুষ লিভ ইন করেন তারপর বিয়ে করেন, কিন্তু বিয়ে করার পর কীভাবে লিভ ইন করা যায়, সেটা জানি না। আমরা এই ব্যাপারে ট্রেন্ড সেটার। এটা শুনে আমরা খুব মজা পেয়েছিলাম।’ কিন্তু তাঁদের সম্পর্কের সমীকরণটা তাহলে আসলে কী রকম? এই প্রশ্নে নায়িকা জানান, ‘আমরা একে অপরের খুব ভালো বন্ধু। আমারদের বন্ধুত্বে কোনও জেন্ডার নেই।’