বর্তমানে বন্ধ হচ্ছে একের পর এক সিরিয়াল। কেন এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে একের পর জনপ্রিয় ধারাবাহিক তা বলা মুশকিল। টিআরপি কম থাকলে সিরিয়াল শেষ হবে, এটা জানা কথা। কিন্তু ‘ধুলোকণা’, ‘মাধবীলতা’র মতো স্লট লিডার ধারাবাহিকও রাতারাতি বন্ধ হয়ে যাওয়ার মাথায় হাত অনেকেরই। চ্যানেলের সিদ্ধান্তের সঙ্গে খাপ খাওয়ানো বেশ মুশকিল হয়ে পড়ছে দর্শকদের। নিজের পছন্দের সিরিয়ালের আয়ু ক'দিন তা কেউ জানে না।
গত ৩০শে নভেম্বর শেষ দিনের শ্যুটিং সেরেছে টিম ‘মাধবীলতা’ ও ‘ধুলোকণা’। আর এবার জানা গেল ১লা ডিসেম্বর স্টুডিওপাড়ায় শেষবার শ্যুটিং হল ‘কাঞ্চি’ ধারাবাহিকের। আকাশ ৮-এর জনপ্রিয় মেগা ‘কাঞ্চি’। একটা সময় টানা চ্যানেল টপার থেকেই এই সিরিয়াল। গত বছর অগস্ট মাসে শুরু হয়েছিল ‘কাঞ্চি’র সফর। লিড রোলে কথাকথি চক্রবর্তী এবং ফারহান ইমারোজ। এছাড়াও তুলিকা বসু, ভাস্বর চট্টোপাধ্য়ায়, সায়ক চক্রবর্তীর মতো টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতাদের দেখা মিলেছে এই সিরিয়ালে।
‘কাঞ্চি’তে খলনায়িকা হিসাবে দেখা যাচ্ছে আয়েশা আয়েত্রী ভট্টাচার্যকে। শেষদিনের শ্যুটিংয়ে আবেগঘন পর্দার ‘রোহিণী’। ফেসবুকে তিনি লেখেন- 'সফর শেষ! কাঞ্চি শেষ হল। খুব মিস করব সকলকে। ….অনেক ভিলেন চরিত্র করেছি আমি, কিন্তু রোহিণী আমার কাছে সব সময় স্পেশাল হয়ে থাকবে। শেষ দিনে সেট থেকে রিলস ভিডিয়োও শেয়ার করতে দেখা গেছে অভিনেতা সায়ক চক্রবর্তীকে।
এই সিরিয়ালের অন্যতম অভিনেত্রী তনুশ্রী ফেসবুকে মনের ঝাঁপি উজার করে লেখেন- ‘ভালো সময়ের পাশাপাশি এই খারাপ সময়ে যাদের সাথে থেকে অনেক কিছু শিখতে পেরেছি, শুধু অভিনয় নয় বাস্তব জীবনেও যারা শিখিয়েছে এগিয়ে চলতে হয় কিভাবে, যাদের সব সময় জানি পাশে পাবো , যাঁদের থেকে শুধু ভালোবাসাই পেয়েছি, তাদের কাছে কৃতজ্ঞ থাকবো’।
তবে ‘মাধবীলতা’ বা ‘ধুলোকণা’র মতো আচমকা নয়, সময়ের নিয়মেই শেষ হচ্ছে ‘কাঞ্চি’। জি বাংলাতে গত কয়েকদিনে শেষ হয়েছে ‘লালকুঠি’, খুব শীঘ্রই শেষ হবে ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘উড়ন তুবড়ি’। একদিকে যেমন একের পর এক নতুন মেগার ছড়াছড়ি ছোটপর্দায়, তেমন হ