সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন তারা সুতারিয়ার প্রাক্তন প্রেমিক আদর জৈন। আদরের বিয়ের সময় থেকেই বার বার চর্চায় উঠে এসেছে তারার নাম। বিশেষ করে যখন আদর তাঁর বিয়ের সময় তারার নাম না করেই অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ককে ‘টাইম পাস’ বলে মন্তব্য করেছিলেন, সেই সময় স্যোশাল মিডিয়া জুড়ে উঠেছিল বিতর্কের ঝড়। আর তার প্রভাব একটু কমতেই তারা করলেন এক রহস্যময় পোস্ট।
তারা তাঁর ইনস্টাগ্রামে সম্প্রতি নিজের কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রীর অনামিকায় বড় হীরের একটি আংটি দেখা গিয়েছে। শুধু কী তাই, আলাদা করেও আংটির ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। প্রাক্তনের বিয়ের পর এভাবেই কী তবে নিজের মনের মানুষের ইঙ্গিত দিয়েছেন তারা? তাঁর হাতে থাকা আংটটি কার দেওয়া? তাঁর সবটাই অভিনেত্রী তাঁর পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেছেন।
আরও পড়ুন: ১০ বছর প্রেম, কীভাবে আদিত্য প্রপোজ করে ‘চাইল্ডহুড সুইটহার্ট’ শ্রেয়াকে? মিষ্টি গল্প গায়িকার জন্মদিনে
ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘একজন নারী হিসেবে আমি বিশ্বাস করি যে, সেই প্রতিশ্রুতি সবচেয়ে বড় যা নিজেকে নিজে দেওয়া যায়। জীবনের সবচেয়ে বড় আনন্দ হল, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে নিজের প্রতি সৎ থাকা! আমি নিজেকে প্রতিশ্রুতি স্বরূপ একটা সুন্দর আংটি দিয়েছি। এটা সব সময় আমাকে মনে করাবে আমি নিজেকে যেন নিজে ভালোবাসি, সব সময় সম্মান করি। আর হ্যাঁ, আমার পৃথিবীতে প্রতিদিনই নারী দিবস।’
তারা সুতারিয়ার প্রাক্তন আদার জৈন তাঁর নাম না নিয়েই বিয়ের আসরে কটাক্ষ করেছিলেন অভিনেত্রীকে। ৪ বছরের সম্পর্ককে বলেছিলেন ‘টাইম পাস’। তারপর স্যোশাল মিডিয়ায় তারার এই জোড়ালো পোস্ট।
আরও পড়ুন: 'হবু বৌমা একজন ভালো…', কার্তিক-শ্রীলীলার প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন অভিনেতার মা?
প্রসঙ্গত, আদর আলেখা আডবানীর সঙ্গে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই বিয়ের অনুষ্ঠানের তিনি তাঁর স্ত্রী আলেখাকে বলেছিলেন, ‘আমি সবসময় ওঁকে ভালোবেসেছি। সবসময় ওঁর সঙ্গেই থাকতে চেয়েছি। তাই ও আমাকে টাইম পাসের মধ্য দিয়ে ২০ বছরের এই দীর্ঘ যাত্রায় পাঠিয়ে দিয়েছিল। বহু অপেক্ষার পর আমি এই সুন্দরী মহিলাকে বিয়ে করতে পেরেছি, যে দেখতে স্বপ্নের মতো। আমি তোমাকে ভালোবাসি। আমি সবসময় ওঁকেই ভালোবাসতাম। আমি আমার জীবনের চার বছর ধরে টাইম পাস করেছি। কিন্তু এখন আমি তোমার সঙ্গে আছি।’