
নির্বিঘ্নে মিটল মোহর-শঙ্খর গায়ে হলুদ, এবার সাত পাকে বাঁধা পড়বার অপেক্ষা
১ মিনিটে পড়ুন . Updated: 27 Nov 2020, 02:20 PM IST- হলুদ তাঁতের শাড়ি আর সোনার গয়নায় একদম বাঙালি সাজে ধরা দিল মোহর।আজ মোহর-শঙ্খর গায়ে হলুদ পর্ব দেখবে দর্শকরা।
অবশেষে মোহর-শঙ্খর শুভ পরিণয়ের দিন আসন্ন। বিয়ের হাই ভোল্টেজ ড্রামায় এতদিন জমে উঠেছিল স্টার জলসার 'টিআরপি টপার' ধারাবাহিকের গল্প। তবে শেষমেশ মোহরের মনের ব্যাথা সইতে না পেরে শঙ্খ সত্যিটা বলে দিয়েছে তাঁর মনের ‘মহারানি’কে। শ্রেষ্ঠা নয় মোহরের সঙ্গেই সামাজিক রীতিমেনে বিয়ের পর্ব সারছে শঙ্খ তা দর্শকরা আগেই জেনে গিয়েছিল, তবে সত্যিটা থেকে দূরেই ছিলেন মোহর। এমনকি আর্শীবাদ পর্বটাও অজান্তেই সেরছিলেন। সব ভুল বোঝাবুঝি ভুলে প্রাক-বিয়ের অনুষ্ঠানে মজে মোহর ও শঙ্খ।
শুক্রবারের এপিসোডে দুজনের গায়ে হলুদের পর্ব সম্প্রচারিত হবে। যা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। এদিনের এপিসোডে এসিপি স্যারের সঙ্গে শঙ্খর কিছু বন্ধুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকবেন দর্শকরা। একসঙ্গে সেলফি তুলতেও দেখা যাবে তাঁদের। অন্যদিকে গায়ে হলুদের সময় একদম ট্রাডিশ্যানাল হলুদ তাঁতের শাড়িতে সাজবে মোহর, সঙ্গে সোনার গয়না। মোহরের সাজে কোনওরকম আধুনিকতা নয়, একদম সাবেকিয়ানাই উঠে এল।
সোনামণি সাহা ও প্রতীক সেনের জুটির রসায়ন এই ধারাবাহিকের মূল ইউএসপি। এ সপ্তাহেও ১০.৪ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় ১ নম্বর স্থান ধরে রেথেছে মোহর। এখন দেখার গায়ে হলুদের মতো কোনওরকম বাধা বিপত্তি ছাড়াই কী মোহর-শঙ্খর বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হবে নাকি নতুন কোনও টুইস্ট অপেক্ষা করছে!