বেশ কিছুদিন ধরেই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বাদশার প্রেমচর্চা তুঙ্গে। সম্প্রতি বাদশার কনসার্টেও অংশ নিয়েছিলেন হানিয়া, সেখানে প্রকাশ্যেই এই পাক সুন্দরীকে জড়িয়ে ধরেন ভারতীয় ব়্যাপার। যা তাঁদের প্রেমচর্চার আগুনে ঘি ঢেলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা এই প্রেমের গুঞ্জনকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, হানিয়া তাঁর 'খুব ভালো বন্ধু', যার সঙ্গে তাঁদের 'দারুণ সম্পর্ক' রয়েছে। আরও পড়ুন-ভিনধর্মে বিয়ে টেকেনি! ‘প্রেমিকা’কে মাঝ-কনসার্টে জড়িয়ে ধরলেন বাদশা, চেনেন পাক সুন্দরীকে?
বাদশা যা বললেন
হানিয়ার সাথে তার সমীকরণ সম্পর্কে কথা বলতে গিয়ে বাদশা বলেন, ‘হানিয়া আমার খুব ভাল বন্ধু, এবং আমাদের মধ্যে একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। আমরা যখনই দেখা করি তখন আমরা অনেক মজা করি এবং এটুকুই ব্যাস। সে তার জীবনে সুখী আর আমি আমার জীবনে। আমাদের সমীকরণটি দুর্দান্ত, তবে লোকেরা প্রায়শই এটির ভুল ব্যাখ্যা করে এবং তবে তারা যা বিশ্বাস করতে চায় তা দেখতে পায়।’
সম্প্রতি বাদশা ও হানিয়ার ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাঁকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, 'হানিয়ার জন্য একটু আওয়াজ করুন। গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানেও বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে উঠে।
বাদশা সম্পর্কে যা বলেছেন হানিয়া
চলতি বছরের মে মাসে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে তার সম্পর্কের গুজব উড়িয়ে ছিলেন হানিয়া। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই। আমি থাকলে এসব গুজব থেকে দূরে থাকতাম।’
তিনি আরও বলেন, ‘বাদশা আমার খুব ভালো বন্ধু। ব্যক্তিত্বের বাইরেও তিনি এত ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি…. আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস এবং সে কারণেই আমরা বন্ধু।’
বাদশা, যার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, এর আগে গ্রেস জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে গাঁটছড়া বাঁধলেও তাঁদের ৮ বছরের দাম্পত্যে ইতি পরে ২০২০ সালে। দুজনের এক কন্যা সন্তানও রয়েছে, জেসেমাই। এখন তাঁর বয়স সবে ৬ বছর।