বাংলা নিউজ > বায়োস্কোপ > Chanchal Chowdhury: 'দম বন্ধ হয়ে আসে', হঠাৎ কী হল চঞ্চল চৌধুরীর?

Chanchal Chowdhury: 'দম বন্ধ হয়ে আসে', হঠাৎ কী হল চঞ্চল চৌধুরীর?

চঞ্চল চৌধুরীর মন ভালো নেই

Chanchal Chowdhury: চঞ্চল চৌধুরীর বাবা প্রয়াত হয়েছেন কিছুদিন আগেই। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। আর সেই কারণেই বাবাকে হারানোর পর তাঁর মন ভালো নেই পয়লা বৈশাখে। জানালেন তিনি কষ্টে আছেন।

ভালো নেই দুই বাংলার অন্যতম চর্চিত এবং পছন্দের অভিনেতা, চঞ্চল চৌধুরী। নববর্ষেও তাঁর মন খারাপ বেজায়। অভিনেতা নিজেই জানালেন তাঁর গলার কাছে যেন একটা কষ্ট দলা পাকাচ্ছে। দম বন্ধ লাগছে তাঁর এই পরিবেশে। কিন্তু কী হল আচমকা? আসলে এই বছরকার দিনে তিনি তাঁর ছেলেবেলার দিনগুলোকে খুব মিস করছেন। তাঁর ছোটবেলার কথা খুব মনে পড়ছে। আসলে কিছু মাস আগেই তাঁর বাবা মারা গিয়েছেন। ফলে এই বছর তিনি প্রথম বাবাকে ছেড়ে নববর্ষ উদযাপন করলেন, তাই তাঁর মন খারাপ।

অভিনেতা জানান তিনি যখন ছোট ছিলেন তখন তাঁদের গ্রামে বিদ্যুৎ পৌঁছয়নি। তাঁকে ঘুম পাড়ানোর জন্য তাঁর বাবা মা সারারাত জেগে তাঁকে তালপাতার হাতপাখা দিয়ে হাওয়া করতেন। আর এই সব স্মৃতি যেন এই সময় তাঁর আরও বেশি করে মনে পড়ছে। অভিনেতা তাঁর পোস্টে জানান তাঁকে নাকি এখন তাঁর বাবার মতো দেখতে লাগে। তিনি তাঁর পোস্টে লেখেন, 'আজকাল আমার ভাইবোনেরা আমার মোটা ফ্রেমের চশমা আর ব্যাক ব্রাশ করে চুল দেখে বলে আমায় নাকি বাবার মতো দেখতে লাগে। আমি দিনদিন বাবার মতো হয়ে যাচ্ছি।' তিনি আরও লেখেন, 'এই বছরের প্রথম দিন পেরিয়ে গেল। প্রতিবছর এই দিনে বাবা মাকে ফোন করে শুভ নববর্ষ জানাতাম। আশীর্বাদ নিতাম। এবার আর বাবাকে পেলাম না। কয়েকমাস আগেই তিনি অনন্তলোকে চলে গিয়েছেন। আমার ভিতরে যে কী হয়, কেমন করে বাবার জন্য। আমি কাউকেই বোঝাতে পারি না।'

তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'হঠাৎ করেই যখন মনে হয় বাবা নেই, চারপাশটা অন্ধকার লাগে, দম বন্ধ হয়ে আসে। বাবা ছাড়া কয়টা মাস, কী যেন এক ঘোরের মধ্যে বাস করছি। সমস্ত অস্তিত্ব জুড়ে যেন বাবার চলাফেরা। আজ গরমের মধ্যে যখন বসে আছি ড্রইংরুমে, বিদ্যুৎ নেই, হঠাৎ নিজেকে দেখেই চমকে উঠলাম। সত্যিই তো, আমি তো দেখতে বাবার মতই হয়ে যাচ্ছি। বাবাকেও দেখতাম গরমের মধ্যে তালপাখা হাতে এরকম বসে থাকতে।' তিনি আরও লেখেন, 'বাবা নেই, বাবা আমার কাছে বেশি করে আসে ইদানিং। আজ রাতেও এল এই গরমে, তালপাখা হাতে নিয়ে, আমাকে বাতাস দিয়ে ঘুম পাড়াতে।'

অভিনেতার এই পোস্ট তাঁর ভক্তদের মনে দাগ কেটেছে। তাঁরা অনেকেই তাঁকে সমবেদনা জানিয়েছেন। একজন লেখেন, ‘আপনি এতটা সহজ কীভাবে? যতবার দেখি ততবার অবাক হই। পর্দার, আর পর্দার বাইরের চঞ্চল চৌধুরী সম্পূর্ণই আলাদা।’ আরেকজন লেখেন, 'আমরা তো আদতে বাবা-মায়েরই প্রতিচ্ছবি। ওঁদের সঙ্গে আমাদের শিকড়ের সম্পর্ক। প্রাণ-পাখিটা খাঁচা ছেড়ে উড়ে গেলেই কি সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়?'

২০২২ -এর ডিসেম্বরে মারা যান অভিনেতার বাবা। তিনি সেরিব্র্যালে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন। এতগুলো মাস কেটে যাওয়ার পর বাবাকে হারানোর ক্ষত এখনও দগদগে অভিনেতার মনে।

বায়োস্কোপ খবর

Latest News

সেনাবাহিনীর চক্ষু ছিলেন তিনি, প্রয়াত বায়ুসেনার সবচেয়ে বয়স্ক ফাইটার পাইলট ‘যাঁরা শ্রীকৃষ্ণের অপমান করেন তাঁদের সঙ্গে ওই যদুবংশীরা..’ মোদীর নিশানায় কারা? মুর্শিদাবাদে মিশনের জল খেতেই বিষক্রিয়া, অসুস্থ ১৪ পড়ুয়া, ভরতি হাসপাতালে মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান রামনবমীতে উত্তপ্ত ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, কংগ্রেস MLA-এর উপর হামলা, আহত অনেকে বিরাট সাড়া! প্রথম দফা মিটতেই লিখলেন মোদী, বাংলায় কোথায় কত ভোট পড়ল? বুথে ভুয়ো এজেন্ট, ঘাড়ধাক্কা দিয়ে বের করলেন পুলিশ পর্যবেক্ষক, পালাল লেজ গুটিয়ে শহরে রুট ভেঙেই চলছে বহু বাস, কড়া মনোভাব দেখাল কলকাতা হাইকোর্ট প্রথমবার মোবাইল নেটওয়ার্কের সঙ্গে জুড়ল হিমাচলের প্রত্যন্ত গ্রাম, ফোন মোদীর বুথের সামনে পুলিশি বাধার মুখে বিজেপি বিধায়ক, বিক্ষোভ, রিপোর্ট চাইল কমিশন

Latest IPL News

মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.