বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee: ‘জুবিলি’র 'শ্রীকান্ত রায়' ফের নতুন হিন্দি ওয়েব সিরিজে, সামনে প্রসেনজিতের লুক…

Prosenjit Chatterjee: ‘জুবিলি’র 'শ্রীকান্ত রায়' ফের নতুন হিন্দি ওয়েব সিরিজে, সামনে প্রসেনজিতের লুক…

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা

ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জয়দেব সেন ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টিজার ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘সিস্টেমে একটা ফাটল? নির্মাণে একটা বিতর্ক? একই মুদ্রার দুটি দিক এবং এই গল্পেরও দুটি দিক রয়েছে। কোন দল জিতবে তা জানুন, ২রা জুন, শুধুমাত্র নেটফ্লিক্স-এ!’

'জুবিলি'র প্রশংসার রেশ এখনও কাটেনি। এখনও চর্চায় বিক্রমাদিত্য মোতওয়ানের 'জুবিলি' এবং তাঁর শ্রীকান্ত রায়ের চরিত্র। তারই মাঝে নতুন সুখবর শোনালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিক্রমাদিত্য মোতওয়ানের পর এবার হনসল মেহতার নতুন ওয়েব সিরিজ 'স্কুপ'-এ দেখা যাবে বুম্বাদাকে।

বৃহস্পতিবার সামনে এসেছে হনসল মেহতার 'স্কুপ'-এর স্ট্রিমিং-এর দিন। সঙ্গে দেখা গিয়েছে প্রসেনজিতের নতুন লুক। এই সিরিজে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জয়দেব সেনের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিতকে। 'বুম্বাদা' নিজেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ওয়েব সিরিজের একটি টিজার ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই দেখ গেল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জয়দেব সেন ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। টিজার ভিডিয়ো পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘সিস্টেমে একটা ফাটল? নির্মাণে একটা বিতর্ক? একই মুদ্রার দুটি দিক এবং এই গল্পেরও দুটি দিক রয়েছে। কোন দল জিতবে তা জানুন, ২রা জুন, শুধুমাত্র নেটফ্লিক্স-এ!’

আরও পড়ুন-দেবশ্রীকে চুমু খাচ্ছে বোন-ভগ্নীপতি! 'রাজশ্রী'র বিবাহবার্ষীকিতে সামনে এল গোপন ছবি

আরও পড়ুন-পরম ‘ফেলু’র চোখে চরম ‘ফেলু’ কে? সৌমিত্র-সব্যসাচী-টোটা না ইন্দ্রনীল? জানল HT বাংলা

'জুবিলি'র শ্রীকান্ত রায়ের মতো ভীষণ গ্ল্যামারাস একটা লুক না হলেও সাংবাদিক জয়দেব সেনের চরিত্রে আকর্ষণীয় লুকে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। মুখে দাঁড়ি, রিমলেস চশমায় গুরুগম্ভীর চেহারায় ধরা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

যদিও 'স্কুপ'-এর কথা গত বছর ফেব্রুয়ারি ঘোষণা করেছিলেন পরিচালক হনসল মেহতা। তবে কারা অভিনয় করছেন, সে খবর সামনে আসেনি। প্রসঙ্গত, সাংবাদিক জিগানা ভোরার আত্মজীবনী 'বিহাইন্ড দ্যা বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন' অবলম্বনে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। গল্পে দেখা যাবে, খবর সংগ্রহ করতে গিয়ে অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে যাবেন সাংবাদিক জাগ্রুতি পাঠক। তাঁকে সহকর্মী জয়দেব সেনের খুনে ফাসানো হয়। এখানে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করছেন করিশ্মা তন্না। স্কুপ-এ দেখা যাবে হরমন 'বাওয়েজা', মহম্মদ জিশান আইয়ুবকে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন