ফের প্রকাশ্যে পরিচালক ফেডারেশন কাজিয়া। গত বছরের মাঝামাঝি সময় থেকে যে সমস্যার সূত্রপাত সেটা মেটার বদলে বারবার আরও স্পষ্ট এবং প্রকট হয়ে উঠছে। শুক্রবার সন্ধ্যায় জানা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়কে শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি। এবার সেই তালিকায় নাম জুড়ল জয়দীপ মুখোপাধ্যায়েরও। সবই কি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে করা মামলার ফসল?
আরও পড়ুন: দ্বিতীয় শুক্রবার মাত্র ৩৫ লাখের ব্যবসা ইমারজেন্সির! ৮ দিনে মোট কত লক্ষ্মীলাভ হল কঙ্গনার ছবির?
কী ঘটেছে?
আগামী ২৯ জানুয়ারি থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি, বলা ভালো পুজোর ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশনের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে পরিচালকের। তবে কেবল কৌশিক গঙ্গোপাধ্যায় নন। একই হাল জয়দীপ মুখোপাধ্যায়েরও। তাঁকেও শ্যুটিং শুরুর অনুমতি দেয়নি ফেডারেশন। জানুয়ারি মাসের শেষ থেকে তাঁর ছবিরও শ্যুটিং শুরু হওয়ার কথা।
তবে শুক্রবার, ২৪ জানুয়ারি যে আচমকা যে এই সমস্যা বা ঘটনার সূত্রপাত এমনটা একেবারেই নয় বলে জানা গিয়েছে। গত ৩ দিন ধরেই নাকি ফেডারেশন এবং কৌশিকের এই সমস্যা চলছে।
এই বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় আনন্দবাজারকে জানিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁকে জানিয়েছেন যাতে এখনই কোনও পদক্ষেপ না নেওয়া হয়। অযোগ্য ছবির পরিচালকের অনুমান আলোচনার মাধ্যমেই মিটে যাবে সমস্যা। যদি না মেটে তাহলে তখন সিদ্ধান্ত নেবেন তাঁরা।
রিপোর্টে জানা গিয়েছে শুক্রবার ইতিমধ্যেই একটি মিটিং হয়েছে পরিচালকদের। তবে এখনই বিষয়ে কোনও কথা বলতে নারাজ শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুব্রত সেন, সুদেষ্ণা রায়রা।
তবে কৌশিক গঙ্গোপাধ্যায় বা জয়দীপ মুখোপাধ্যায় শ্যুটিংয়ের অনুমতি না পেলেও শ্যুটিংয়ের অনুমতি পেয়েছেন অরিন্দম শীল। তিনি এই বিষয়ে জানিয়েছেন, 'আমার সঙ্গে টেকনিশিয়ান ভাইদের কখনও কোনও সমস্যা হয়নি। ফেডারেশনের নিয়ম ভাঙিনি কখনও। তবে কৌশিক দাও যে নিয়ম ভেঙেছেন সেটা নয়। আমি খালি আমারটাই বললাম।'
আরও পড়ুন: 'মহাদেব, মহাকালীর আদেশে'ই সন্ন্যাস গ্রহণ! পিণ্ডদান সেরে মমতা কোন নাম গ্রহণ করলেন?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছু মাস আগে আর জি কর আবহে স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন যে তাঁর কাছে ৬০ শতাংশ পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আসে। তিনি এই মন্তব্য করার পর পরিচালকরা সমবেত ভাবে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।