বাংলা নিউজ > বায়োস্কোপ > Sayanta-Priyanka: ‘পাপের ঘড়া পূর্ণ…’! এবার ‘অসুস্থ প্রেম’ সায়ন্তর বিরুদ্ধে মুখ খুললেন প্রিয়াঙ্কা, ‘যেদিন আমার হাতটা…’

Sayanta-Priyanka: ‘পাপের ঘড়া পূর্ণ…’! এবার ‘অসুস্থ প্রেম’ সায়ন্তর বিরুদ্ধে মুখ খুললেন প্রিয়াঙ্কা, ‘যেদিন আমার হাতটা…’

এবার সায়ন্তর বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রিয়াঙ্ক মিত্র।

সায়ন্ত মোদকের বিরুদ্ধেমুখ খুলেছেন কিরণ মজুমদার। পাশে এসে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা মিত্র, দেবচন্দ্রিমা সিংহ রায়রাও। 

কদিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল। ব্যাপারটা সামনে আসে যখন কিরণ মজুমদার ও সায়ন্ত মোদক তাঁদের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো আপলোড করেন। যেখান থেকে দেখা যায়, বিচ্ছেদ হয়ে গিয়েছে এই দুই তারকার। তবে কিরণকে দেখে রীতিমতো থ নেটিজেনরা। কান্নায় ফুলে গিয়েছে চোখমুখ, বিধ্বস্থ চেহারা! একটা পর্যায়ে রীতিমতো কিরণের কথা থেকে আভাস পাওয়া যায় যে, তাঁর গায়ে হাত তুলতেন সায়ন্ত। আর সেটার কারণে গায়ে এমন দাগ পড়ত যে, বাইরে বেরনো যেত না।

এরপর দেখা যায় সেই ভিডিয়োর কমেন্ট বক্সে এসে দেবচন্দ্রিমা সরাসরি জানতে চান, ‘তোমার গায়েও কি হাত তুলত। আমাকে জানিও। এর উত্তর যদি হ্যাঁ হয়, একে আমি ছাড়ব না।’ এতেও থামে না ঝামেলা, এক সংবাদমাধ্যমে সায়ন্ত দাবি করে বসেন, তিনি কখনো কোনো প্রেমিকার গায়ে হাত তোলেননি। ইতিমধ্যেই সায়ন্তর সঙ্গে প্রেমে থাকার সময় কী কী ঘটেছে, তা নিয়ে অনেককিছুই সামনে এনেছেন দেবচন্দ্রিমা। এমনকী, তাঁকে মারধর করতেন সায়ন্ত, তা জানিয়েছেন, এমনকী দাবি করেছেন, সমস্ত প্রমাণ আছে তাঁক কাছে। দেবচন্দ্রিমাকে আরও বলতে শোনা গিয়েছে যে, তাঁর টাকায় মলদ্বীপ যান সায়ন্ত। ঘুরে এসে, বিল মেটানোর ভয়ে নাকি গায়েব হয়ে যান।

আরও পড়ুন: জিতে নিয়েছে সারেগামাপা, এবার ডান্স বাংলা ডান্সে অতনু! ‘উপরি পাওনা…’, কী লিখল ফেসবুকে

এবার মুখ খুললেন সায়ন্তর আরেক প্রেমিকা। কিরণের সঙ্গে সম্পর্কে আসার আগে, আর দেবচন্দ্রিমার সঙ্গে সম্পর্ক ভাঙার মাঝে, বেশ কিছুদিন প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে প্রেম করেছিলেন সায়ন্ত। তবে কয়েকমাসের মধ্যেই চুকে যায় সেই সম্পর্ক। এর কারণ নিয়ে একবার দিদি নম্বর ১-এ এসে প্রিয়াঙ্কা শুধু বলেছিলেন ‘অসুস্থ প্রেম’। যা নিয়ে ভিডিয়ো বানিয়েছিলেন সায়ন্ত তাঁর ইউটিউব চ্যানেলে। এমনকী, প্রিয়াঙ্কা পরবর্তীতে শুভ্রজিতের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরেও সায়ন্তর ইউটিউব চ্যানেল থেকে ‘চিটার ফ্রেন্ড’ বলে ভেসে এসেছিল কটাক্ষ। এতদিন এই নিয়ে একটাও কথা বলেননি প্রিয়াঙ্কা। তবে এবার নিজের বক্তব্য তুলে ধরলেন নিজের চ্যানেলেই।

আরও পড়ুন: প্রেম-চর্চার মাঝেই ঘনিষ্ঠ গৌরব-ঋতব্রতা! দোলে আদরে মজল ‘তেতুঁলপাতার’ ঝিল্লি-ঋষি

‘উপরে যিনি আছেন না, তিনি সবটা দেখছেন। পাপের ঘড়া পূর্ণ। কত ভুল করব, ১টা ভুল করে করতে, আরও একটা ভুল। তারপর সেটা চলতে চলতে ২য় ভুল, তারপর এখন ৩য় ভুল। ঠিকই বলেছিলাম আমি অসুস্থ। সেই মেয়েটাকে (কিরণ) দেখলাম না, ২টো সিচুয়েশন বাদ দিলে, মনে হচ্ছিল ওটা আমিই। দেবচন্দ্রিমারও মনে হয়েছে, ও ওকে দেখছে।’, বলেন প্রিয়াঙ্কা।

‘তুই কোন কোন মেয়েকে নিয়ে ঘুরেছিস জানিস সেটা? তোর এই ভিডিয়ো থেকে মেয়েরা জনপ্রিয়তা পায়? তুই জানিস আমি কখনো মুখ খুলিনি, যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে। মিডিয়ায় ওর বাইট দেখে অবাক হয়ে গেলাম। জানি আমি নিজেকে ঠিক প্রমাণ করতে আবার ভিডিয়ো বানাবে। আসলে কে ছেড়েছিল, প্রমাণ দেখাব। প্রতিটা সম্পর্কে কে ঠকায়। ভালো লাগল থাকলাম, ভালো লাগছে না থাকব না… একটা প্রমাণও সামনে আনিনি। শুধু নেতিবাচক জিনিস সহ্য করে গেছি। আমি নিজের জীবনকে কনটেন্ট বানাতে চাইনি।’, আরও বলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: সাদা পরী আইরা, কোলে নিয়ে আদরে ভরালেন বনি-কৌশানি! রাহুল-প্রীতির মেয়ের মুখেভাতে এলেন কারা

‘থ্যাঙ্ক গড তুই আমার গায়ে হাত দিসনি! ওই যে হাতটা ধরতে এসেছিলিস, তোকে তোর জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম…’, বলেন অভিনেত্রী। দাবি করেন, মেয়েদের নামে বিভিন্ন নোংরা কথা বলা হত তাঁর প্রাক্তন প্রেমিকের গ্যাংয়ের মধ্যে। এমন এমন আলোচনা হত, ‘দম বন্ধ’ লাগত তাঁর। প্রিয়াঙ্কা জানান, তাঁর সঙ্গে ব্রেকআপ করে নেওয়ার পর, তিনি যখন বসে বসে কাঁদছিলেন, তখন মটন খাচ্ছিলেন সায়ন্ত। উপহাস করে বলেছিলেন, ‘আমার বন্ধুরা বেবিসিটিং করছে…’

কিরণও  এই  একই অভিযোগ এনেছেন সায়ন্তর উপরে। অভিনেত্রী জানিয়েছেন তাঁর বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে মস্করা করতেন সায়ন্ত তাঁর বন্ধুদের নিয়ে। বর্তমানে দুই অভিনেত্রী, থুরি সায়ন্তের দুই প্রাক্তন প্রেমিকার তরফ থেকেই দাবি করা হয়েছে, কিরণের ড্রোন ও মাইক ফেরত দিতে হবে তাঁকে। শুধু তাই নয়, প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। না হলে, সায়ন্তের বিরুদ্ধে তাঁদের হাতে থাকা আরও প্রমাণ সামনে আনবে দুজনেই।কিরণের এই সময়ে, পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন দেবচন্দ্রিমা-প্রিয়াঙ্কা।

 

বায়োস্কোপ খবর

Latest News

বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৭ মার্চের রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৭ মার্চের রাশিফল মতুয়াদের পুণ্যস্নান আজ, তার আগে 'বোধদয়', বারুণী মেলায় মমতাবালর সঙ্গেই শান্তনু খুশির ইদে বন্ধু থেকে পরিজন সকলকে জানান ইদ মোবারক! রইল সেরা কিছু শুভেচ্ছাবার্তা শনির গোচর ৩ রাশির জীবনে আনবে গতি, কর্মক্ষেত্রে থাকবে এরা সফলতার শীর্ষে সাড়ে ছয় ওভারে ১০৯ রান, আর্চারকে মেরে ছাতু করেছেন বিদেশিরা, সমীহ করেন শুধু মইন গানে গানে ছায়ানট থেকে বিদায় সনজীদা খাতুনকে,শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় 'ভারত-চিন সম্পর্কে ইস্যু থাকবে ভবিষ্যতেও, তবে...', অকপট জয়শংকর প্রথম দল হিসেবে ‘দ্বিতীয় বলে’র নিয়ম ব্যবহার RR-এর,তবে পরের ৯ডেলিভারিতেই জিতল KKR RAW-কে নিষিদ্ধ করার দাবি জানানো USCIRF-কে তুলোধোনা ভারতের, প্রশ্ন প্যাটার্ন নিয়ে

IPL 2025 News in Bangla

সাড়ে ছয় ওভারে ১০৯ রান, আর্চারকে মেরে ছাতু করেছেন বিদেশিরা, সমীহ করেন শুধু মইন প্রথম দল হিসেবে ‘দ্বিতীয় বলে’র নিয়ম ব্যবহার RR-এর,তবে পরের ৯ডেলিভারিতেই জিতল KKR হাইলি সাসপিশাস! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বিদেশিরা IPL-র আগে সুপার ফিট RR vs KKR- ‘আজ NRR নয়, দলের জয় দরকার ছিল’ স্লো ইনিংস নিয়ে মুখ খুললেন ডি কক! IPL Points Table: RR-কে হারিয়ে ছয়ে উঠল KKR,লাস্টবয় এখন রাজস্থান,শীর্ষে রয়েছে কে? 'ইচ্ছা করে ২ ওয়াইড করে ডি'ককে ১০০ করতে দিলেন না আর্চার', খেপে লাল KKR ফ্যানরা KKR vs RR- জয়ে ফিরল নাইট রাইডার্স! বরুণ-মইনের স্পিন জাদুর পর দলকে জেতালেন ডি কক ‘কিছু ৯৭ সেঞ্চুরির থেকেও দামি’, শ্রেয়স শতরান হাতছাড়া করায় আক্ষেপ নেই প্রীতির IPL 2025র হিন্দি কমেন্ট্রি নিয়ে বিরক্ত ফ্যানরা! জবাবে ভাজ্জি বললেন, ‘খতিয়ে দেখব’ ব্যর্থ ব্যাটিং, ১৫১ রানেই শেষ RR-এর ইনিংস, তবে স্বস্তি দিচ্ছে পুরনো পরিসংখ্যান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.