যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় তৈরি মেগা সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’ শুরু থেকেই সুস্থ বিনোদন উপহার দিয়েছে দর্শকদের। পরকীয়া ছাড়াও সাফল্যের সঙ্গে ১০০ পর্ব পার করে ফেলেছে স্টার জলসার এই মেগা। শঙ্কর আর ঐশানীকে ইতিমধ্যেই দর্শক পছন্দ করতে শুরু করেছেন। যে ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখোপাধ্যায়কে। এবার বড়সড় টুইস্ট ধারাবাহিকের গল্পে।
এই সিরিয়ালের হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরছেন জনপ্রিয় নায়ক। মঙ্গলবার সামনে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো, সেখানেই দেখা গেল এক আগন্তুককে, যার মুখভর্তি দাড়ি, উসকো-খুসকো চুল, সারা গায়ে ময়লা! মানসিক ভারসাম্যহীন সেই আগন্তুক ঐশানীর হাত ধরে আসবে শঙ্করের বাড়িতে। যার ঝলক দেখেই হাঁ দর্শকরা। এই আগন্তুক আর কেউ নয়, সবার প্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এর আগে ‘দেশের মাটি’ সিরিয়ালের রাজা হিসাবে ব্যাপক প্রশংসিত হয়েছিল রাহুলের অভিনয়। জি বাংলায় ‘লালকুঠি’ সেভাবে সাফল্য় পায়নি, অবশেষে ফের জলসার পর্দায় ফিরলেন রাহুল।
প্রোমোয় দেখা গেল, রাস্তায় সামান্য খাবারের জন্য এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মার খেতে দেখে ঐশানী নিজেকে সামলাতে পারেনি। এরপর সে তাকে বাড়ি নিয়ে আসে। তখন খেতে বসেছে শঙ্কর-সহ পরিবারের বাকি পুরুষ সদস্যরা খেতে বসেছে। শঙ্করের পাত থেকে সটান মাছের মুড়ো তুলে সে বলে, ‘মা, তুমি আমার জন্য় মাছের মুড়ো রেঁধে রেখেছিলে’। আবক চোখে ওই আগন্তুকের দিকে তাকিয়ে শঙ্করের মা বলে ওঠে- ‘বড় খোকা’। হ্যাঁ, এবার ঘোষ বাড়িতে ফিরে আসবে শঙ্করের দাদা।
মায়ের মুখে ‘বড় খোকা’ ডাক শুনে চমকে যায় শঙ্কর, মিতালির চোখ গোলগোল! রাহুলের এই কামব্যাক নিয়ে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে, তবে আপতত শটে ব্যস্ত অভিনেতা। ‘ব্যস্ত আছি, পরে কথা বলছি’, এইটুকু বলেই ফোন রাখলেন শঙ্করের দাদা। অন্যদিকে রাহুলের নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বসিত ফ্যানেরা। তাঁর এই লুক ভক্তদের মনে করাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’-এর কৃষ্ণর শেষ দৃশ্যকে। পল্লবীর প্রেমে মানসিক ভারসাম্য হারিয়ে পথে পথে ঘুরছিল কৃষ্ণ, দেড় দশক পর আবার সেই স্মৃতি উস্কে দিলেন রাহুল।
‘হরগৌরী পাইস হোটেল'-এ এবার একসঙ্গে দেখা মিলবে দুই রাহুলের। নতুন এই টুইস্ট গল্পের মোড় কোনদিকে নিয়ে যায়, সেটাই দেখার।