৪ জুন ঘোষিত হল এবারের লোকসভা নির্বাচনের ফলাফল। বলাই বাহুল্য এবারের লোকসভার ফল যে বেশ চমকপ্রদ সেটা বলার অপেক্ষা রাখে না। এবার সেই ফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে মিমের বন্যা। কোথাও রাহুল নীতীশের সমীকরণ নিয়ে মিম বানানো হচ্ছে, কোথাও আবার অযোধ্যায় বিজেপির হার নিয়ে। দেখুন তেমনই কিছু মিমের নমুনা।
আরও পড়ুন: ভোটে জিতেই গাছ লাগানোর আশ্বাস দেবের, বললেন, 'যত ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাব বর্ষার আগেই'
লোকসভার ফলাফল নিয়ে মিম:
১. রাহুল গান্ধী এবং নীতীশ কুমারের সমীকরণকে কিনা শেষ পর্যন্ত হীরামান্ডির রোম্যান্টিক গান দিয়ে তুলনা করা হয়েছে! সঙ্গে দেওয়া হয়েছে মানানসই ছবিও। হেসে কূলকিনারা পাচ্ছেন না নেটনাগরিকরা।
২. উত্তর প্রদেশে বিজেপির ভরাডুবি নিয়ে কটাক্ষ করছেন অনেকেই। একজন লিখেছেন যে পরীক্ষায় আমরা যে টপিক পড়ে যেতাম না সেটা দিয়েই বেশি প্রশ্ন আসতো আর ফল খারাপ হতো। আর বিজেপির এবারের সেই টপিক ছিল উত্তর প্রদেশ।
৩. এক বিজেপি সমর্থক কাল ভোট গণনা শুরুর পর লিখেছেন বেলা গড়ালে নাকি এই ছবি পাল্টে যাবে এবং সেখানে বিজেপি বেশি সংখ্যক আসনে জিতবে। কিন্তু আদতে সেটা বুমেরাং হয়ে যায়।
৪. নীতীশ কুমার এতদিন এনডিএকে সমর্থন করেছেন। এবার তিনি পাল্টি খেতেন পারেন ভেবেও সেটা নিয়ে চলছে মিম।
৫. নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই এখন ভাবছেন কী করবেন। ইন্ডিয়া জোটকে সমর্থন নাকি.... আর সেটাও ধরা পড়ল নেটিজেনদের কল্পনায়।
৬. অযোধ্যায় রাম মন্দির বানালো বিজেপি। আশা ছিল বিপুল ভোটে জয়। কিন্তু পরিণাম উল্টো দেখে কী বলছে নেটপাড়া নিজেরাই দেখুন:
৭. মিম স্রষ্টাদের হাত থেকে মোটেই ছাড় পাননি অখিলেশ যাদবও। তাঁকে নিয়েও বানানো হয়েছে নানা মজার মিম। তারই একটা উদাহরণ রইল।
৮. অরবিন্দ কেজরিওয়ালকে নিয়েও নানা মিম বানানো হচ্ছে। কখনও বলা হচ্ছে তিনি নাকি জেলে যাবেন, কখনও আবার বলা হচ্ছে তিনি নাকি জেলে গিয়ে নাচবেন!
৯. স্মৃতি ইরানির হার নিয়েও নানা মিম তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: ‘যা ছোঁয় তাই সোনা হয়’, স্ত্রী জিততেই গর্বে ফেটে পড়লেন রচনার স্বামী প্রবাল
১০. তবে কেবল জাতীয় স্তরে নয়। রাজ্যেও বিভিন্ন বিষয় নিয়ে চলছে মিম। এদের মধ্যে অন্যতম হলেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়।
