বৈদিক মতে সাত পাক ঘুরে বিয়ে সরেছেন শ্বেতা-রুবেল। কিন্তু বিয়ের মাত্র ১১ দিনের মাথায় ফের ছাদনাতলায় নায়ক? জানেন রুবেলের পাত্রী কে? ভাবছেন এই সব হচ্ছে কী? শ্বেতার সঙ্গে কি কোনও সমস্যা হল? জানুন আসল ঘটনা।
বাস্তবে নয় পর্দায় তিনি ফের চাদনা তলায়। ‘নিম ফুলের মধু’ মেগাতে পর্দার সৃজন ফের বিয়ে করতে চলেছে 'পর্ণা'কে। আর সেখানেই বরের বেশে আবার ধরা দিয়েছেন রুবেল। জি বাংলার ‘ধুন্ধুমার ২ দিন’-এর প্রোমোতে বেশ কয়েকটি ধারাবাহিকের পাশাপাশি ‘নিম ফুলের মধু’ও ঝলক দেখা গিয়েছে, সেখানেই সৃজন-পর্ণার বিয়ের ঝলক দেখা গিয়েছে।
‘নিম ফুলের মধু’ ছাড়াও ‘অমর সঙ্গী’, ‘আনন্দী’ এবং ‘জগদ্ধাত্রী’-এর ঝলক দেখা গিয়েছে। 'আনন্দী'র প্রোমোতে দেখা গিয়েছে সে রুশার পর্দা ফাঁস করছে, অন্যদিকে, ‘জগদ্ধাত্রী’-এর ঝলকে দেখা গিয়েছে 'দুর্গা' এবার 'জগদ্ধাত্রী' সেজে মুখোপাধ্যায় বাড়িতে এন্ট্রি নিচ্ছে। সব মিলিয়ে বেশ জমাজমাট হতে চলেছে জি বাংলার ‘ধুন্ধুমার ২ দিন’।
আরও পড়ুন: সেক্রেটারি জন্য শাহরুখের সঙ্গে ছবি করার সুযোগ হাতছাড়া হয় আমিশার?
প্রসঙ্গত, ১৯ জানুয়ারি রবিবার বৈদিক রীতিতে বিয়ে করেন শ্বেতা-রুবেল। বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা যায়।
আরও পড়ুন: আদর-অলেখার বিয়ে! কারিশ্মা থেকে নীতু কাপুর, কে কে ছিলেন অতিথি তালিকায়?
এদিন শুধু শ্বেতার সিঁথিতে রুবেল সিঁদুর দেননি। একই সঙ্গে শ্বেতাও রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেন। এই বিয়েতে কন্যাদানের রীতি পালিত হয়নি। তবে শ্বেত ও রুবেলের একে অপরের সঙ্গে মালাবদল, খই পোড়ানো সহ রীতিগুলি পালিত হতে দেখা গিয়েছে। দুই পরিবার আর কাছের মানুষজনের উপস্থিতিতে বিয়েটা সারেন শ্বেতা-রুবেল।
এদিন বিয়ের আগে কনের সাজে সেজে ফুলের আচ্ছাদনের নিচ দিয়ে সঁইয়া সুপারস্টার গানে নেচে বিয়ে করতে ঢুকতে দেখা যায় শ্বেতাকে। প্রসেজিৎ-এর চোখ তুলে দেখো না গানেও নাচতে নাচতে শ্বেতাকে বিয়ে করতে ঢোকেন এদিনের নায়ক রুবেল দাস।
শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস যমুনা ঢাকি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু। তাঁদের সম্পর্কের কথা জানার পর তাঁদের অনুরাগীরাও দারুণ খুশি হয়েছিলেন।