দিনটা ছিল ২০২৪-এর ৯ মে। ওইদিনই সাতপাকে বাঁধা পড়েন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। আর বিয়ের পর ২৬ ফেব্রুয়ারিই ছিল এই টলি দম্পতির প্রথম শিবরাত্রি। আর তাই বুধবার প্রথা মেনে শিবরাত্রি পালন করেছেন কৌশাম্বি। সোশ্য়াল মিডিয়ার পাতায় সে ছবি পোস্টও করেছেন তিনি।
কৌশাম্বির সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে হলুদ রঙের তাঁতের শাড়ির সঙ্গে লাল ডিজাইনার ব্লাউজে দেখা গিয়েছে। শাড়ির সঙ্গে অভিনেত্রী পরেছিলেন একটা ছিমছাম কানের দুল, হাতে নোয়া, তাঁর সিঁথিতে ছিল সিঁদুর। শিবলিঙ্গে জল ঢালতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। 'হরহর' মহাদেব ক্যাপশানে ছবিটি পোস্ট করেছেন কৌশাম্বি। যদিও এদিন ছবিতে তাঁর সঙ্গে অভিনেতা স্বামী আদৃত রায়কে দেখা যায়নি। আদৃতও কৌশাম্বির মতো শিবরাত্রির উপবাস রেখেছিলেন কিনা, সেই তথ্যও মেলেনি।
আরও পড়ুন-‘বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনও ওঠেনি’, এখন কি বদলেছে সোনাক্ষীর জীবন
কৌশাম্বির এই পোস্টের নিচে তাঁর অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই তাঁর সুরে সুর মিলিয়ে পাল্টা লিখেছেন 'হরহর মহাদেব'। কেউ মজা করে লিখেছেন, ‘তুমি তো ইতিমধ্যেই বর পেয়ে গিয়েছো দি’। আরও একজন লিখেছেন, ‘দিদিভাই এই ছবিটা অপেক্ষাতে ছিলাম তুমি তো একটা শিবের মতো বর পেয়েছো। তোমার ভক্তি দেখে বোঝা যাচ্ছে তুমি কতোটা শিব ভক্ত’। কারোর মন্তব্য, ‘মহাদেবের হাত তোমার ওপর সবসময় থাকুক গো মা লক্ষ্মী... Stay blessed...’। আবার অনেকেই অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, একদিন এই আদৃত-কৌশাম্বিকেও সম্পর্ক নিয়ে কিছু কম ট্রোলের মুখে পড়তে হয়নি। যদিও সেসব উপেক্ষা করেই, সম্পর্কের ভিত আরও দৃঢ় হয়েছে। ২০২৪ সালের মে মাসে সাতপাকে বাধা পড়েছিলেন দুজনে। এক্কেবারে সব নিয়ম মেনে ধুমধাম করে হয় তাঁদের বিয়ে ও রিসেপশন। এরপর গোয়ায় মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন দুজনে।
'মিঠাই' সিরিয়াল চলাকালীনই আসলে আদৃত ও কৌশাম্বির প্রেম! তবে সেই খবর বাইরে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিপত্তি। আদৃতকে রে রে করে তেড়ে এসেছিলেন সৌমিতৃষার অনুরাগীরা। আসলে দর্শকদের অনেকের চেয়েছিলেন, রিল লাইফের জুটি, বাস্তবেও মিলে যাক। তবে তাঁদের সে ইচ্ছা পূরণ হয়নি, আর তাতেই দুঃখ পেয়েছিলেন অনুরাগীরা। শুধু কৌশাম্বি নয়, তাঁর পরিবারকে টেনেও অশালীন আক্রমণ করা হয়েছিল সেসময়।
আসলে বাস্তবে স্ত্রী হলেও ‘মিঠাই’ সিরিয়ালে আদৃতের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বিকে। ‘বুড়ি’ থেকে শুরু করে ‘ডাইনি’, এমন আক্রমণও করা হয়েছে অভিনেত্রীকে। তখন ভালোবাসার মানুষের হয়ে, সেসময় বেশ কয়েকবার মুখ খুলেছিলেন আদৃত নিজেও। যাইহোক, সেসব এখন অতীত। আপাতত আদৃত-কৌশাম্বির প্রেমে মুগ্ধ তাঁদের অনুরাগীরাও।