আবারও ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ছবি। এর আগে বাংলাদেশি পরিচালক রায়হান রাফির পরিচালনায় মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল। এবার দেখা যাবে জিৎকে। আর কী জানা গেল তাঁদের এই নতুন ছবি প্রসঙ্গে?
আরও পড়ুন: মঞ্চ থেকেই অনুরাগী মার দেওয়ার ইঙ্গিত অরিজিতের! হঠাৎ কী হল গায়কের
রায়হান রাফির নতুন ছবিতে জিৎ
চলতি বছরই ইদের সময় মুক্তি পেয়েছে রায়হান রাফির পরিচালনায় তুফান। মুখ্য ভূমিকায় অভিনয়ে ছিলেন ওপার বাংলার শাকিব খান, নাবিলা এবং এপার বাংলার মিমি চক্রবর্তী। বিশ্বজুড়ে রীতিমত তুফান তুলেছিল এই ছবি। বিশেষ করে ছবির দুটো গান দুষ্টু কোকিল আর লাগে উরা ধুরা। এসভিএফ সহ প্রযোজনা করেছিল ছবিটির। এবার আবার ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলা নতুন ছবির পরিচালনা করতে চলেছেন রায়হান রাফি। আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে জিতের। ছবির নাম লায়ন।
জানা গিয়েছে আগামী বছর ইদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। প্রযোজনার দায়িত্বে থাকবেন শ্যাম সুন্দর দে। লায়ন ছবিটি প্রসঙ্গে টিভি ৯ বাংলাকে পরিচালক জানিয়েছেন, 'এই ছবিতে শুরু করতে পেরে আমি উচ্ছ্বসিত। জিৎ দা সুপারস্টার। অনেক দিন ধরেই আমাদের মিটিং হচ্ছিল। খুব আকর্ষণীয় কিছু হতে চলেছে। জিৎ দা এমন কিছু আগে করেনি। আর আমিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আর সেই জন্যই হয়তো সুড়ঙ্গ, তুফান, পরাণের মতো ছবিগুলো ব্লকবাস্টার হয়েছে। আমি বাংলা ছবিকে নতুন মাত্রা দিতে চাই।'
ফলে এই বছরের মতো আগামী বছরেও রায়হান রাফি যে আবারও নতুন চমক আনতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে জিতের বিপরীতে নায়িকা কে হবেন লায়ন ছবিতে সেটা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত জিৎকে শেষবার বুমেরাং ছবিতে দেখা গিয়েছিল। সেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন রুক্মিণী মৈত্র। বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছিল ছবিটি।