টেলিপাড়ায় আচমকাই সিরিয়াল শেষ হওয়ার ধুম লেগেছে। একদিকে যেমন একঝাঁক নতুন সিরিয়াল আসছে, তেমনই একের পর এক মেগা সিরিয়াল বন্ধ করছে চ্যানেল কর্তৃপক্ষ। স্টার জলসার এক সময়ের টিআরপি টপার মেগা ‘মন ফাগুন’ শেষ হচ্ছে এই সপ্তাহেই। টিআরপি তালিকায় এখনও সেরা ১০-এ জায়গা ধরে রেখেছে পিহু-ঋষি, তবে লক্ষ্মী কাকিমার সঙ্গে লড়াইতে এঁটে উঠতে না-পারায় এই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল।
অন্যদিকে জি বাংলার ‘উমা’ও শেষ হচ্ছে চলতি মাসের শেষের দিকে। এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা সারেনি চ্যানেল, এমনকী সিরিয়ালের কলাকুশলীরাও মুখ খুলতে না-রাজ, তবে টেলিপাড়ার সূত্র বলছে ঝাঁপ বন্ধ হচ্ছে টেন্ট সিনেমার এই সিরিয়ালের। এর মাঝেই এলো আরও একটা খারাপ খবর, বন্ধ করা হচ্ছে আরও একটি ধারাবাহিক। বর্তমানে বাংলা টেলিভিশনে ভক্তিমূলক অরিজিন্যাল ধারাবাহিকে নেই বললেই চলে, তার মধ্যেই মাঝপথে শেষ হচ্ছে ‘জয় জগন্নাথ’ (Joy Jagannath)। কালার্স বাংলার এই ভক্তিমূলক ধারাবাহিক শেষ হচ্ছে চলতি সপ্তাহেই। আরও পড়ুন-জি বাংলায় জগদ্ধাত্রী'র আগমন, TRP-র অভাবে মাত্র ১১ মাসেই বন্ধ হচ্ছে এই ধারাবাহিক!
আগামী সোমবার থেকে ‘জয় জগন্নাথ’-এর জায়গায় সন্ধ্যা ৬.৩০টার স্লটে দেখা যাবে ‘মউ এর বাড়ি’ (Mou er bari)। অন্যদিকে ‘মউ এর বাড়ি’-এর স্লটে সম্প্রচারিত হবে চ্যানেলের নয়া মেগা ‘ক্যানিং-এর মিনু’ (Canning er Minu)। আরও পড়ুন- জল্পনাই সত্যি! ঋষি-পিহুর জায়গা কেড়ে নিল মাধবীলতা, শেষ হচ্ছে ‘মন ফাগুন’?
ভক্তি মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানো কিছুটা সহজ বলেই বিশ্বাস নির্মাতাদেক। তাই একটা সময় পরপর বেশকিছু ভক্তিমূলক ধারাবাহিক এনেছিল একাধিক চ্যানেল। তবে স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’কে রিজেক্ট করেছিল দর্শক, তেমনইভাবে ‘জয় জগন্নাথ’ও দর্শকদের মন জিততে তেমনভাবে সফল হয়নি।

সুরিন্দর ফিল্মসের ব্যানারে তৈরি ‘জয় জগন্নাথ’ শুরুতেই টিআরপি তালিকায় কোনও দাগ কাটেনি। সিরিয়ালে জগন্নাথ দেব ও শ্রীকৃষ্ণ রূপে দেখা গেছে অভিনেতা বিপুল পাত্রকে (Bipul Patra)। ‘শ্রীকৃষ্ণের অপূর্ণ রূপ থেকে কলিযুগের পূর্ণতা পাওয়ার এক অপার্থিব কাহিনি’ উঠে এসেছে এই ধারাবাহিকে। গতবছর ২২শে নভেম্বর থেকে শুরু হয়েছিল সিরিয়ালের সম্প্রচার, আর ঠিক ৯ মাসের মাথাতেই যবনিকা পড়েছে সেই সফরে। আপনারা কতটা মিস করবেন এই ধারাবাহিক?
আরও পড়ুন-লক্ষ্মী কাকিমাকে টেক্কা দিতে ব্যর্থ, এক বছরেই ‘মন ফাগুন’ বন্ধ করছে স্টার জলসা!