বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘সিধুর কাছে আসন হারাতে পারে!’, পঞ্জাবের ফলপ্রকাশে নেটিজেন চিন্তায় অর্চনাকে নিয়ে

‘সিধুর কাছে আসন হারাতে পারে!’, পঞ্জাবের ফলপ্রকাশে নেটিজেন চিন্তায় অর্চনাকে নিয়ে

অর্চনা-নভজ্যোত

সিধুকে 'দ্য কপিল শর্মা শো'-এ ফিরিয়ে আনার জন্য অর্চনাকে সম্ভবত জায়গা ছেড়ে দিতে হবে। পঞ্জাবে কংগ্রেসের শোচনীয় হারের পর নেট দুনিয়ায় ট্রোলের মুখে নভজ্যোত সিং সিধু। 

বৃহস্পতিবার পঞ্জাবের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর কংগ্রেসের দৈন্যদশা দেখা যাচ্ছে। কংগ্রেসের রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধু। অমৃতসর পূর্ব আসনে আম আদমি পার্টির প্রার্থী জীবন জ্যোত কৌরের জয় হয়। এ দিন পূর্ণাঙ্গ ফল আসার আগেই দুপুরে নিজেদের হার স্বীকার করে টুইট করেন নভজ্যোত সিং সিধু। টুইট বার্তায় সিধু লেখেন, ‘মানুষের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠ...। নম্রভাবে পঞ্জাবের জনগণের আদেশ মেনে নিচ্ছি...। আম আদমি পার্টিকে অভিনন্দন!!!’

পাঞ্জাবে ফলাফল আসতে শুরু করলে, কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু তার আসন হারানোর পাশাপাশি টুইটারে ট্রেন্ডিং হতে শুরু করেন অর্চনা পূরাণ সিং-এর নাম। শোচনীয় হারের পর নেট দুনিয়ায় ট্রোলের মুখে পড়তে শুরু করেন নভজ্যোত সিং সিধু। নেটিজেনরা বলতে শুরু করেছন, বর্তমানে তাঁরা অর্চনা পূরাণ সিংকে নিয়ে ভাবছেন! কারণ সিধু তার আসন হারিয়েছেন। সিধুকে 'দ্য কপিল শর্মা শো'-এ ফিরিয়ে আনার জন্য অর্চনাকে সম্ভবত জায়গা ছেড়ে দিতে হবে।

এরফলে সিধুকে নিয়ে নেটদুনিয়ায় মিমের ছয়ালাপ। এক নেটিজেনের মন্তব্য, ‘যে দুজন নিজেদের চেয়ার হারিয়েছেন, ১)চরণজিৎ সিং চান্নি, ২)অর্চনা পূরাণ সিং’। 

 অপর এক নেটিজেন টুইট করেছেন, ‘পাঞ্জাবে হেরে গেলেন নভজ্যোত সিং সিধু। এদিকে অর্চনা পূরাণ সিং…’।

এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘এর পরিণাম সোজাসুজি কার উপর যাবে? অর্চনা পূরাণ সিং’। সঙ্গে জুড়ে দিয়েছন হাসির ইমোজি। এমনই নানা মিম ঘুরছে নেটমাধ্যমে।

নভজ্যোত সিং সিধু, চরণজিৎ সিং চান্নি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, বিক্রম সিং মাজিথিয়া, সুখবীর এবং প্রকাশ সিং বাদল সহ একাধিক সিটে পঞ্জাব নির্বাচনে আসন হারিয়েছে কংগ্রেস।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.