বাংলা নিউজ > বায়োস্কোপ > Bidisha De Majumdar: পল্লবী দে’র পরে বিদিশা দে মজুমদার, আবার রহস্যমৃত্যু টলিউডে

Bidisha De Majumdar: পল্লবী দে’র পরে বিদিশা দে মজুমদার, আবার রহস্যমৃত্যু টলিউডে

বিদিশা দে মজুমদার

উঠতি মডেল এবং অভিনেত্রী বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু নিয়ে আবার তোলপাড় টলিপাড়া। 

পল্লবী দের পর আবার রহস্যমৃত্যুর ঘটনা টলিউডে। এবার মৃত্যু অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদারের। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিদিশার দেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী বাবা মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, এটি কি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি। 

অভিনেত্রীর দেহ ইতিমধ্যেই আরজি কর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট পাওয়া গেলে তবেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে।

বিদিশার প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা এবং তাঁর পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাঁদের কাছেও ধোঁয়াশা রয়েছে।

নিয়মিত মডেলিং করতেন বিদিশা। এর পাশপাশি ‘ভাঁড়: The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

বন্ধ করুন